শরৎচন্দ্রের ‘দত্তা’য় ফেরদৌস, সঙ্গে ঋতুপর্ণা
৪ এপ্রিল ২০১৯ ১৪:৩৫ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ১৪:৪২
দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস। বাংলদেশের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার বেশকিছু চলচ্চিত্রে। সেসব চলচ্চিত্র তাকে জনপ্রিয় করেছে পশ্চিমবঙ্গের দর্শকের কাছে। মূলত কলকাতার ‘হঠাৎ বৃষ্টি’ ছবির মাধ্যমেই আলোচনায় আসেন ফেরদৌস। কিন্তু গেলো কয়েক বছর ধরে ফেরদৌসকে কলকাতার ছবিতে কম দেখা যাচ্ছে। তবে আবারও তিনি অভিনয় করতে চলেছেন কলকাতার নতুন এক চলচ্চিত্রে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দত্তা’ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আর এতে অভিনয় করবেন ফেরদৌস। ছবিটি পরিচালনা করবেন নির্মল চক্রবর্তী। ফেরদৌস ছাড়াও এতে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সারাবাংলাকে তথ্যটি ফেরদৌস নিজেই নিশ্চিত করেছেন।
ফেরেদৗস বলেন, ‘সাহিত্যনির্ভর ছবিতে আমি কাজ করতে পছন্দ করি। তাই প্রস্তাব পাওয়ার পর ‘‘দত্তা’’য় অভিনয় করতে রাজি হয়ে গেলাম। তাছাড়া এ ছবিতে ঋতু (ঋতুপর্ণা সেনগুপ্ত) আছে। সে আমার খুব ভালো বন্ধু। তার সাথে আগেও ছবি করেছি। আবারও করছি। ভালো লাগছে ভীষণ। চলতি এপ্রিলে সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে।’
এর আগে ১৯৭৬ সালে অজয় কর প্রথমবারের মতো ‘দত্তা’ অবলম্বনে ছবি নির্মাণ করেছিলেন টালিগঞ্জে। তখন এতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও সূচিত্রা সেন অভিনয় করেছিলেন।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম