নতুন আঙ্গিকে ‘আজকের অনন্যা’
২৪ জানুয়ারি ২০১৮ ১৩:৫৯ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ১৪:২৪
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা। সমাজ ও দেশের নানা ক্ষেত্রে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন তারা। বিভিন্ন শ্রেনী-পেশার তেমন কিছু প্রতিভাবান নারীদের নিয়ে আবারো শুরু হতে যাচ্ছে ‘কিউট আজকের অনন্যা’।
তিন বছরের বিরতির পর জিটিভির পর্দায় ফিরছেন তানিয়া আহমেদ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন তুষার জামাল। প্রযোজক জানালেন, ‘সম্পূর্ন নতুন আঙ্গিকে শুরু হচ্ছে দেশের একমাত্র ধারবাহিক গেম শো আজকের অনন্যা।’
নতুন সিজনের নতুন পর্বে মঞ্চ আলোকিত করবেন দেশের অন্যতম ৪ স্ট্যান্ড-আপ কমেডিয়ান শশী, শাকিলা, কলি এবং নোভা। তানিয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো থাকছেন অভিনেতা ও কমেডিয়ান জামিল হোসাইন।
আজকের অনন্যা’র বিশেষ এই কমেডি পর্ব দর্শকরা দেখতে পাবেন জিটিভিতে, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি পুণঃপ্রচার হবে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট এবং শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১ টায়।
সারাবাংলা/পিএ/পিএম