সিনেমায় পরমব্রত’র সঙ্গে ইমি!
২ এপ্রিল ২০১৯ ১৬:৩৬ | আপডেট: ২ এপ্রিল ২০১৯ ১৬:৫৫
কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত অভিনয় করছেন ঢাকার নতুন আরও একটি ছবিতে। ধারণা করা হচ্ছে, ছবির নাম ‘আজব কারখানা’। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো। তবে সম্প্রতি ছবিটির প্রি–প্রোডাকশনের কাজে ঢাকা ঘুরে গেছেন কলকাতার পরমব্রত।
ছবিতে আরও অভিনয় করতে পারেন দেশের জনপ্রিয় মডেল ইমি। বিষয়টি জানতে চাইলে তিনি সারাবাংলাকে বলেন, ‘এখন এ বিষয়ে কোনো কথা বলতে পারছি না। ছবিতে কাজ করা বা না করার ব্যাপারে কথা বলব সময় হলেই।’
‘আজব কারখানা’ ছবিটি পরিচালনা করবেন শবনম ফেরদৌসি। ২০১৬–১৭ অর্থ বছরে ছবিটি পায় সরকারি অনুদান। সেসময় তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে ছবির নাম ছিল ‘আজব সুন্দর’। তবে এখন ছবিটির নাম দেয়া হতে পারে ‘আজব কারখানা’।
ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন দেশের জনপ্রিয় নাট্য নির্মাতা কৌশিক শংকর দাস। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য জানায়। সূত্র আরো জানায়, পহেলা বৈশাখের পরেই ছবিটির বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে।
সারাবাংলা/পিএ/আরএসও