Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহ্বান জানালেন আলমগীর, স্বাগত জানালেন নওশাদ


১ এপ্রিল ২০১৯ ১৭:৩৯ | আপডেট: ১ এপ্রিল ২০১৯ ১৮:১০

ছবি: আশীষ সেনগুপ্ত

আদতে তারা একই জগতের মানুষ। কিন্তু চিন্তা ভাবনায় এখন তারা পরস্পরবিরোধী অবস্থানে। চলচ্চিত্র প্রদর্শক সমিতি মনে করছে ভারতীয় ছবি আমদানি প্রদর্শনী করার মাধ্যমে ফিরে আসবে প্রেক্ষাগৃহের ভালো অবস্থা। আর অন্যান্যরা ভাবছেন দেশের সিনেমা দিয়েই সিনেমা হলের সুদিন ফিরিয়ে আনা সম্ভব।

এমন ভিন্ন মতামতের কারণে ১২ এপ্রিল থেকে সারাদেশে একযোগে সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। গত ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

এদিকে প্রদর্শক সমিতির এমন সিদ্ধান্তের পর প্রথমবারের মতো মুখ খুললেন নায়ক আলমগীর। অন্য অনেকে যেখানে প্রদর্শক সমিতির এই সিদ্ধান্তের বিপরীতে আক্রমণাত্মক মন্তব্য করছেন, সেখানে আলমগীর তেমনটা করলেন না। তিনি প্রদর্শক সমিতিকে আলোচনায় বসার আহ্বান জানান।

সোমবার (১ এপ্রিল) চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। সেখানে আলমগীর বলেন, ‘কয়েকদিন আগে পত্রিকায় সিনেমা হল বন্ধের খবর পেলাম। খবরটি আমাকে ভাবিয়ে তুলেছে। সিনেমা হল মালিকরা সিনেমার মানুষ। আমরা অভিনেতারাও সিনেমার মানুষ। দুই সিনেমার মানুষ যদি একসঙ্গে বসে যদি আলাপ আলোচনা করতে পারতাম তাহলে মনে হয় চলচ্চিত্রের জন্য ভালো হতো। তারা কেনো এমন সিদ্ধান্ত নিলেন সেই ব্যাখ্যা আমি দিতে পারব না। তবে আমি একজন চলচ্চিত্রের কর্মী হিসেবে বলতে পারি, আসুন আমরা আলোচনায় বসি। একটা সমাধান তো হতে পারে। হুট করে সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক মনে হয়েছে।’

ইফতেখার উদ্দিন নওশাদ। ছবি: ইন্টারনেট

আলমগীর আরও বলেন, ‘আপনারা (সিনেমা হল মালিক) লাভবান হচ্ছেন না। তাই সিনেমা হল বন্ধ করে দেবেন? আমাদের প্রযোজকরাও কিন্তু আপনাদের কাছ থেকে টাকা ফেরত পাচ্ছেন না। সবমিলিয়ে যদি সবাই একসাথে বসে চলচ্চিত্রের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি, তাহলে সমাধান বেরিয়ে আসবে খুব কম সময়ে।’

বিজ্ঞাপন

এদিকে নায়ক আলমগীরের আলোচনায় আহ্বানকে স্বাগত জানিয়েছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, ‘আমরা সবাই চলচ্চিত্রের মানুষ। কোন শত্রুতা নেই আমাদের ভেতর। আলমগীর সাহেব আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, এটাকে আমরা স্বাগত জানাই। আসলে ঝগড়া করে লাভ নেই। আমরা আলোচনায় বসতে চাই। মঙ্গলবার (২ এপ্রিল) তথ্যমন্ত্রীর সাথে মিটিং আছে। তারপর আমরা আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

এসময় তিনি প্রেক্ষাগৃহ বন্ধের বিপরীতে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজনের আক্রমণাত্মক মন্তব্যের জন্য ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে তিনি আশা করছেন দ্রুতই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

সারাবাংলা/আরএসও/পিএ

ইফতেখারউদ্দিন নওশাদ চলচ্চিত্র প্রযোজক সমিতি নায়ক আলমগীর