ফাটল!
১ এপ্রিল ২০১৯ ১৬:৫৯ | আপডেট: ১ এপ্রিল ২০১৯ ২১:১০
দাম্পত্যের বয়স মাত্র তিন মাস। শুরুতেই কি শেষ হয়ে যাবে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের সংসার। গুঞ্জণ রটেছে তাদের সম্পর্ক নাকি ভাঙনের মুখে! এই গুঞ্জণে গত দু’দিন ধরে সরগরম দেশি-বিদেশি গণমাধ্যম।
প্রিয়াঙ্কা এবং নিক নাকি বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন এমন একটি সংবাদ প্রকাশ করে ব্রিটিশ সাপ্তাহিক ম্যাগাজিন ‘ওকে’। আর তারপর থেকেই সবার মুখে মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নিক-প্রিয়াঙ্কার ডিভোর্সের প্রসঙ্গ।
এ প্রসঙ্গে প্রিয়ঙ্কা বা নিক কেউই মুখ খোলেননি। বরং সম্পর্ক যে মজবুত রয়েছে, তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় দিয়ে চলেছেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন : জাতীয় চলচ্চিত্র দিবসে নানা আয়োজন
সদ্য আটলান্টায় জোনাস ব্রাদার্সের শো-এ হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। সে ছবিও ঘটা করে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। আবার নিক-প্রিয়াঙ্কার ফ্যান ক্লাব থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠান করতে করতেই ইঙ্গিতে দর্শকসারিতে থাকা প্রিয়ঙ্কাকে ‘আই লভ ইউ’ বলছেন নিক।
তাই ভক্ত ও মিডিয়ার অনেকেই এই খবরকে শুধুমাত্র গসিপ বলে উড়িয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কার ম্যানেজারও বিচ্ছেদের খবর অস্বীকার করেছেন।
যুক্তরাজ্যভিত্তিক সেই ম্যাগাজিনের দাবি, বিয়ের পর থেকে নিকের হয়ে যেকোনও সিদ্ধান্ত নাকি প্রিয়াঙ্কাই নিচ্ছেন। নিকের সিদ্ধান্তকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না নায়িকা। আর তাতেই নিকের আপত্তি।
নিকের পরিবারও তাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন বলে দাবি ওই ম্যাগাজিনের। তাদের নাকি মনে হয়েছিল, প্রিয়াঙ্কা পরিণতমনস্ক। গুছিয়ে সংসার করতে পারবেন। কিন্তু বিয়ের পর তার আচরণ দেখে নিকের পরিবারের অনেকেরই মনে হচ্ছে, আসলে পার্টি করতে সবচেয়ে বেশি পছন্দ করেন প্রিয়াঙ্কা। তার মধ্যে পরিণত এবং পরিমিতিবোধ কম।
এরই মধ্যে শোনা যাচ্ছে, ওই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। আইনজীবী মারফত দু’জনেরই পাবলিক ইমেজ নষ্ট করার ক্ষতিপূরণ দাবি করবেন বলে জানা গেছে।
প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সূত্রের দাবি, বেশিরভাগ সময়ই গসিপকে পাত্তা দেন না নায়িকা। কিন্তু এই খবর প্রকাশিত হওয়ার পর তিনি দুঃখ পেয়েছেন।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. সভায় বসবেন তরুণ নির্মাতারা
. শুরু হলো দাবাং থ্রি