জাতীয় চলচ্চিত্র দিবসে নানা আয়োজন
১ এপ্রিল ২০১৯ ১৫:২৫ | আপডেট: ১ এপ্রিল ২০১৯ ১৬:০৫
প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে জাতীয় চলচ্চিত্র দিবস। তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ও জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির যৌথ আয়োজনে ৩ এপ্রিল অষ্টমবারের মতো চলচ্চিত্র দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (১ এপ্রিল) এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ভিআইপি প্রজেকশন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র দিবস উদযাপনের বিষয়ে নানা তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন এফডিসির ব্যাবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) লক্ষন চন্দ্র দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নায়ক আলমগীর, অভিনেত্রী অঞ্জনা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
এবারের চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন সৈয়দ হাসান ইমাম। চিত্রনায়ক আলমগীর কমিটিতে যুক্ত আছেন কো-চেয়ারম্যান হিসেবে।
আগের বছরগুলোতে চলচ্চিত্র দিবসের আয়োজন একদিনে অনুষ্ঠিত হলেও, এবার আয়োজন থাকছে দুই দিনব্যাপী। বুধবার (৩ এপ্রিল) থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধন, চলচ্চিত্র বিষয়ক আলোচনা ও সেমিনার। সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’।
আরও পড়ুন : সভায় বসবেন তরুণ নির্মাতারা
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৫টা থেকে জনপ্রিয় চলচ্চিত্র শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও থাকছে লেজার শো ও আতশবাজির আয়োজন।
গেলো বছর চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে বিভাজন থাকলেও, এবারের আয়োজনে কোন বিভাজন থাকছে না। অনুষ্ঠান যেনো সুশৃঙ্খলভাবে হয় সেজন্য বিশেষ নজর দেয়া হবে। থাকবে মিডিয়া সেন্টার।
সংবাদ সম্মেলনে সৈয়দ হাসান ইমাম বলেন, ‘এবার আমরা চেষ্টা করব সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজনের। সেজন্য চলচ্চিত্র সাংবাদিকসহ সংশ্লিষ্ট সাহায্য প্রয়োজন। এর আগের আয়োজনে যেসব দুর্বলতা ছিল, সেগুলো এবার কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে।’
জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৯ আয়োজনের টাইটেল স্পন্সর আছে বেক্সিমকো গ্রুপ। রাউন্ড দ্য ক্লক আছে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন : শুরু হলো দাবাং থ্রি