হঠাৎ মা হওয়ার খবর দিলেন অ্যামি জ্যাকসন
৩১ মার্চ ২০১৯ ১৮:১৯ | আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৯:১৮
আনন্দের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানালেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। খবরটি হলো- মা হতে যাচ্ছেন তিনি। রোববার (৩১ মার্চ) সকালে সবাইকে চমকে দিয়ে ইন্সটাগ্রামে এ কথা লেখেন অ্যামি।
আরও পড়ুন : ১৪ বছরে বাংলাভিশন
চলতি বছরের প্রথম দিনে অ্যামি জ্যাকসনের আংটি বদল হয়। নিউইয়ার উদযাপনের সঙ্গে সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ ও আনন্দের সিদ্ধান্ত নেন তিনি। অ্যামির হবু স্বামী জর্জ প্যানায়োটো। মাল্টি-মিলোয়নিয়ার জর্জের সঙ্গে চার বছর প্রেম করার পর আংটি বদল করেন তারা। তবে এখনো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি তারা।
https://www.instagram.com/p/BvqigfhhAi8/
ইন্সটাগ্রামে জর্জের সঙ্গে খুবই রোমান্টিক একটি ছবি দিয়ে অ্যামি লিখেছেন- আমি এত আনন্দিত যে, এই কথাটি ছাদে উঠে চিৎকার করে বলতে ইচ্ছা করছে। আমার তো ‘মা দিবস’র মতো লাগছে। এর চেয়ে আনন্দের এবং ভালো লাগার ‘মা দিবস’ আমি উদযাপন করিনি। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আর অপেক্ষা করছি তোমাকে দেখতে।’
অ্যামি আশা করছেন সেপ্টেম্বর থেকে অক্টোবরের কোনো সময় পৃথিবীতে আসবে অ্যামি-জর্জের সন্তান। ২৭ বছর বয়সী অ্যামি এখন আর কোনো কাজ করছেন না। এখন তিনি তার বাগদত্তার সঙ্গে লন্ডন রয়েছেন।
অ্যামি-জর্জের বিয়ে হবে ২০২০ সালে। গ্রীসের কোনো এক মনোরম পরিবেশে জমকালো আয়োজনের মাধ্যমে হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. পুলিশের সাত চরিত্রে অপূর্ব
. বৈশাখের আগেই শুরু হচ্ছে ‘রিকশা গার্ল’ ছবির শুটিং
. বিয়ের জন্য প্রস্তুত সোনাক্ষী