Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের জন্য প্রস্তুত সোনাক্ষী


৩১ মার্চ ২০১৯ ১২:৪৮ | আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৪:১৬

নিজেকে বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন বলিউডের হার্টথ্রব নায়িকা সোনাক্ষী সিনহা। এবং সোনাক্ষী এও বলেছেন, আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের আগেই তিনি বিয়ের কাজটা সাড়তে চান। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের উপস্থিতিতেই এমন ঘোষণা দেন শত্রুঘ্ন সিনহা কন্যা।


আরও পড়ুন :  প্রকাশের পর উধাও সিনেমার ট্রেইলার, কারণ?


নিজের মুক্তি প্রতিক্ষীত ছবি ‘কংলক’র প্রচার নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন সোনাক্ষী। তারই অংশ হিসেবে ছবির কো আর্টিস্ট আলিয়া ভাট আর বরুণ ধাওয়ানের সঙ্গে একটি টিভি শোতে গিয়েছিলেন সোনাক্ষী। অনুষ্ঠানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এমন জবাব আসে সোনাক্ষীর মুখ থেকে। উপস্থাপক হয়তো ভেবেছিলেন বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হয়তো লুকোচুরি করবেন সোনাক্ষী। কিন্তু না। সোনাক্ষী দৃঢ়ভাবে জানিয়ে দেন, বিয়ের জন্য তিনি নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন। এখন শুধু সঠিক মানুষটির জন্য অপেক্ষা।

বিজ্ঞাপন

সোনাক্ষীর অপেক্ষার পালা কতটা লম্বা হয় সেটা অবশ্য সময়ই বলবে। তার ব্যস্ত সিডিউলের মধ্যে সঠিক মানুষ খোঁজার সময় কতোটা মিলবে সেটাও ভাববার বিষয়। কিংবা এমনও হতে পারে সঠিক মানুষ হয়তো তিনি পেয়ে গেছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

‘কংলক’ ছাড়াও সোনাক্ষী বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। তার হাতে আছে সুপারহিট দাবাং-এর তিন নম্বর সিক্যুয়াল ‘দাবাং থ্রি। এছাড়াও ‘মঙ্গল মিশন’ নামের আরও একটি ছবি আছে সোনাক্ষীর হাতে।

সারাবাংলা/পিএম 


আরও পড়ুন :  ঢাকার মঞ্চে গীতিআলেখ্য ‘স্বাধীনতা উপত্যকায় মুক্তির লড়াই’


বিজ্ঞাপন

আলিয়া ভাট কলংক দাবাং থ্রি বরুণ ধাওয়ান সোনাক্ষী সিনহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর