Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাবিলা-ইভানাকে নিয়ে ধুম্রজালে তানভীর


২৯ মার্চ ২০১৯ ১২:৪২

ছোট পর্দার ব্যস্ত অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। একের পর এক নাটকে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছেন। সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন তানভীর। নাটকটির নাম ‘ধুম্রজাল’। রচনা করেছেন পারভেজ ইমাম। পরিচালনা করেছেন সজীব মাহমুদ। এতে তানভীরের বিপরীতে অভিনয় করেছেন নাবিলা ইসলাম ও পারসা ইভানা।

নাটকের কাহিনী আবর্তিত হয়েছে বউ বিষয়ক একটা বিড়ম্বনা নিয়ে। যেখানে দেখা যাবে, এক যুবক স্বপ্নে একে একে দুটি বিয়ে করে। কিন্তু কোনো সম্পর্কেই সে সুখী হতে পারে না। পরবর্তীতে তার স্বপ্ন ভাঙে। গল্পে আসে নতুন মোড়। এছাড়া গল্পের বিভিন্ন পরতে পরতে রয়েছে টুইস্ট।

বিজ্ঞাপন

‘ধুম্রজাল’ নিয়ে তানভীর বলেন, ‘এই গল্পে একটা গতি আছে। দর্শকদের টেলিভিশনের সামনে ধরে রাখতে পারবে। বাকিটা প্রচারের পরই বোঝা যাবে।’

থ্রি সিক্সটি প্রোডাকশনস নিবেদিত ‘ধুম্রজাল’ নাটক প্রযোজনা করেছে ডিভাইন মাল্টিমিডিয়া। নাটকটি প্রচার হবে এনটিভিতে শুক্রবার (২৯ মার্চ) রাত ৯ টায়।

সারাবাংলা/আরএসও/পিএ

তানভীর ধুম্রজাল নাটক নাবিলা ইসলাম পারসা ইভানা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর