ঢাকায় বলিউড তারকা সঞ্জয় দত্ত
২৮ মার্চ ২০১৯ ১৮:৪৩ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৩:২২
বলিউডের খ্যাতিমান অভিনেতা সঞ্জয় দত্ত এখন ঢাকায়। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের লোগো অনুষ্ঠানে যোগ দিতে ২৮ মার্চ (বৃহস্পতিবার) ঢাকায় আসেন বলিউডের এই আলোচিত এবং সমানভাবে বিতর্কিত অভিনেতা। বিকেলের দিকে বিশেষ একটি বিমানে করে ঢাকায় আসেন সঞ্জয় দত্ত। কালো কুর্তা-পাজামা পরিহিত সঞ্জয় দত্তকে এসময় স্বভাবসুলভ ভঙ্গিতে দেখা যায়।
বিমানবন্দর থেকে সঞ্জয় দত্ত সরাসরি কুর্মিটোলা গলফ ক্লাবে চলে যান। সেখানে তিনি বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-এর লোগো উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন।
সঞ্জয় দত্ত আজ রাতেই বাংলাদেশ থেকে চলে যাবেন বলে জানা গেছে।
আরও পড়ুন : বনানীতে আগুন: দুরন্ত টিভি ও রেডিও টুডে’র সম্প্রচার বন্ধ
বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ৩ এপ্রিল শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত চলবে। আয়োজক সূত্রে জানা গেছে, আজকের লোগো উন্মোচন হওয়ার পর টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে আগামি ৩১ মার্চ সন্ধা সাড়ে ৭ টায়। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ শামসুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কুর্মিটোলা গলফ ক্লাবে ৬ এপ্রিল বিকেল ৩ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
২২ দেশের সেরা গলফাররা বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯ এ অংশ নেবেন। ঢাকা সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটিই প্রথম আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। বাংলাদেশ গলফ ফেডারেশনের সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজও এই টুর্নামেন্টে অংশ নেবেন।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী!
. বিশ কেজি ওজন কমাবেন আমির খান
. বিয়েটা এবার সেরেই ফেলছেন তারা
. শাকিবকে শ্রাবন্তীর শুভেচ্ছা
. দিদির সঙ্গে দেখা করলেন ভাই
. চলচ্চিত্রের মন্দ দিন, সুপারস্টারের জন্মদিন