বিশ কেজি ওজন কমাবেন আমির খান
২৮ মার্চ ২০১৯ ১৬:১১ | আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১৬:২০
কয়েক দিন আগের কথা। নিজের জন্মদিনে আমির খান নতুন ছবির ঘোষণা দিলেন। মুম্বাইয়ের বান্দ্রায় জন্মদিনের কেক কাটার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় ও প্রযোজনার খবর জানান তিনি। নব্বই দশকে অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্প’ ছবির হিন্দি রিমেক হবে ছবিটি।
নতুন ছবির ঘোষণা তো দিলেন আমির খান। এবার প্রস্তুতি নেয়ার পালা। আমির খান মানেই তো চরিত্রের বাস্তব চিত্রায়ন। আর সেকারণে এরইমধ্যে শুরু করে দিয়েছেন প্রস্তুতি। ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির খানকে হতে হবে চিকন স্বাস্থ্যের তরুণ চেহারার অধিকারী। আর সেজন্য তিনি পুষ্টিবিদ ডা. নিখিল ধুরন্ধরের অধীনে নিয়মিত ডায়েট করছেন। জানা গেছে, ইতোমধ্যে সাড়ে তিন কেজি ওজন কমিয়েও ফেলেছেন মিস্টার পারফেকশনিস্ট।
আরও পড়ুন : বিয়েটা এবার সেরেই ফেলছেন তারা
বুধবার (২৭ মার্চ) এক বই প্রকাশনি অনুষ্ঠানে এমন তথ্য দেন আমির নিজেই। আমির খান বলেন, ‘আমি এই ছবিতে যুবক চরিত্রে অভিনয় করবো। সেজন্য আমার এখন ২০ কেজি ওজন কমাতে হবে। ইতিমধ্যেই সাড়ে তিন কেজি ওজন কামিয়ে ফেলেছি আমি।’
এখন খাদ্য তালিকায় কেবল রুটি, সবজি আর ডাল রয়েছে বলে জানান তিনি। খুব শিগগিরই কাঙ্ক্ষিত ওজন কমিয়ে ফেলতে পারবেন বলে আশা করেছেন আমির খান।
অনুষ্ঠানে ‘ফরেস্ট গাম্প’ রিমেক করার পেছনের কথাও বলেন আমির খান। তিনি বলেন, ‘অতুল কুলকার্নি আমাকে “ফরেস্ট গাম্প” রিমেক করার উৎসাহ দেন। আমি তখন “রং দে বাসন্তি” শুটিং করছিলাম। সেসময় অতুল বলেছিলেন, “ফরেস্ট গাম্প” তার প্রিয় ছবি। তারপর তিনি আমাকে এটি রিমেক করার কথা বলেন। কিন্তু আমি সেসময় তার কথায় গুরুত্ব দেইনি। এর ঠিক আড়াই বছর পর আমি ছবিটির চিত্রনাট্য পড়ি এবং পছন্দ করে ফেলি। তারপর ছবিটি রিমেক করার সিদ্ধান্ত নিই।’
‘ফরেস্ট গাম্প’ প্রযোজনা করবে ভায়াকম ১৮ মোশন পিকচার্স ও আমির খান প্রোডাকশন। এটি মূলত একজন স্বল্পবুদ্ধির মানুষের বেড়ে ওঠা ও জীবনকে দেখার গল্প। যেখানে তার চোখ দিয়ে দেখানো হয়েছে আমেরিকার গুরুত্বপূর্ণ অনেক ইতিহাস। হিন্দি সংস্করণে সম্ভবত দেখানো হবে ভারতের ইতিহাস।
প্রসঙ্গত, টম হ্যাঙ্কস অভিনয় করেছিলেন ‘ফরেস্ট গাম্প’ এর প্রধান চরিত্রে। হিন্দি সংস্করণে অভিনয় করে আমির খান টম হ্যাঙ্কসকে ছাড়িয়ে যেতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়! তবে আমির খান ভক্তরা মনে করছেন, আমির খান কোনো অংশে কম যাবেন না।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. শাকিবকে শ্রাবন্তীর শুভেচ্ছা
. দিদির সঙ্গে দেখা করলেন ভাই
. চলচ্চিত্রের মন্দ দিন, সুপারস্টারের জন্মদিন