Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিদির সঙ্গে দেখা করলেন ভাই


২৮ মার্চ ২০১৯ ১২:৩৫ | আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১৪:০৫

মমতা বন্দ্যোপাদ্যায় ও শাহরুখ খান—প্রথমজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, দ্বিতীয়জন বলিউড তারকা। পেশাগত জীবনে তারা দুই মেরুর হলেও সম্পর্কের দিক থেকে তারা একে অপরের পরম কাছের। রক্তের বাঁধন না থাকলেও তারা দিদি–ভাই।

আর সেকারণে শাহরুখ কলকাতায় এলে প্রিয় দিদির সঙ্গে দেখা না করে যাননা। এবারও তার ব্যত্যয় ঘটেনি। কলকাতার ইডেন গার্ডেন্সে চলছে আইপিএল খেলা। শাহরুখ খানের মালিকাধীন কলকাতা নাইট রাইডার্সের খেলা পড়েছে এই স্টেডিয়ামে। নিজের দলকে উৎসাহ দিতে বলিউড বাদশা অবস্থান করছেন কলকাতায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  চলচ্চিত্রের মন্দ দিন, সুপারস্টারের জন্মদিন


খেলার ব্যস্ততার মাঝে শাহরুখ খান মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে হাজির হন। ঘন্টা দুয়েকের মতো ভাইবোন কথা বলেন। ক্রিকেট খেলো থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলাচনা করেন তারা। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা নাইট রাইডার্সের জন্য শুভকামনাও জানান।

কলকাতার প্রতি শাহরুখ খানের আলাদা টান আছে। যা তিনি আগে অনেকবার গণমাধ্যমের সামনে বলেছেন। এবারও তিনি একই কথা বলেছেন।

প্রসঙ্গত, শাহরুখ খান পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। গেলো কয়েক বছর ধরে তিনি রাজ্যের পর্যটন প্রচার করছেন। সেজন্য শাহরুখ কোন পারিশ্রমিক নিচ্ছেন না। একেই বলে হয়তো দিদি–ভাইয়ের সম্পর্ক।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :  তদন্তে নির্ধারিত হবে ‘নোলক’ ছবির ভাগ্য


মমতা বন্দোপাধ্যায় শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর