Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ বিরতির পর আবারও মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি


২৭ মার্চ ২০১৯ ১৪:৪৬ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৪:৫২

কয়েক বছর আগেও নিয়মিত বিরতিতে যৌথ প্রযোজনার ছবি মুক্তি পেতো। তবে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের কিছু বিষয় নিয়ে আন্দোলনের কারণে এখন কমে গেছে বাংলাদেশ–কলকাতার যৌথ প্রয়াসের ছবির সংখ্যা।

চলতি বছরের প্রথমে মুক্তি পেয়েছিল যৌথ প্রযোজনার ‘প্রেম আমার টু’। তিন মাসেরও বেশি সময় পর এপ্রিলের ৫ তারিখ মুক্তি  পেতে যাচ্ছে ‘তুই আমার রানী’। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন ছবির বাংলাদেশ অংশের পরিচালক সজল আহমেদ।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  অবশেষে আলোর মুখ দেখার পথে ‘নতুন মুখের সন্ধানে’


রোমান্টিক অ্যাকশন ঘরানার ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের মিষ্টি জান্নাত এবং কলকাতার সূর্য্য। এদিকে একই মাসের ১২ তারিখ পশ্চিমবঙ্গেও মুক্তি পাবে ছবিটি। ছবির কলকাতা অংশের পরিচালক পীযূষ সাহা। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ছবির গান ও ট্রেইলার। যদিও সেগুলো দেখার পর দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো হরিদেবপুরের সমাজ হিতৈষী নেতা রাজা। সমাজসেবার পাশাপাশি হঠাৎ যে কারও প্রেমে পড়ার অভ্যাস তার। সেটা স্কুলশিক্ষিকাও হতে পারে, আবার ছাত্রীও হতে পারে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শিবরামের সঙ্গে তার সবসময়ই দা-কুমড়া সম্পর্ক। বিরোধটা মূলত একাল বনাম সেকাল। সেই শিবরামের মেয়ে শ্রেয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রাজা।

এরকমই এক গল্পে সিনেমার কাহিনী এগিয়েছে। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে মিষ্টি জান্নাতের হ্যাভেন মাল্টিমিডিয়া ও ছবির অন্যতম পরিচালক পীযূষ সাহার প্রিন্স এন্টারটেইনমেন্ট পি–৪। দুই বছর আগে ভারতের রামুজি ফিল্ম সিটিতে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :  ফেলুদার হলিউড যাত্রা


তুই আমার রানী পীযূষ সাহা মিষ্টি জান্নাত সজল আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর