নতুন ছবিতে সালমান-ক্যাটরিনা
২৬ মার্চ ২০১৯ ১১:৪৬ | আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৮:২১
সালমান খানের হাত ধরে বলিউড দুনিয়ায় ক্যাটরিনা কাইফের আগমন। আগমনের পর থেকে তারা দুজন একসঙ্গে বেশ কিছু ব্যবসা সফল ছবিতে অভিনয় করেছেন। পরিণত হয়েছেন মানুষের আকাঙ্ক্ষিত জুটিতে।
ক্যাটরিনা এখন বলিউড ভাইজানের সাথে ‘ভারত’ ছবির শুটিং করছেন। চলতি বছরের ৫ জুন ছবিটি মুক্তি পাবে। ছবিটি দেখার জন্য এরই মধ্যে ভক্তদের আগ্রহ লক্ষ্য করা গেছে সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুন : লাল রক্তের পথ ধরে ‘লাল যাত্রা’
এদিকে, এই ছবির পর আরও একটি ছবিতে দেখা যাবে তাদের দুজনকে। টাইগার সিরিজের তৃতীয় কিস্তিতে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। সৌদি আরবে চলচ্চিত্রে উৎসবে ‘ইভনিং উইথ সালমান খান’ অনুষ্ঠানে সালমান খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ‘ভারত’ ছবির মুক্তির পর ছবির কাজ শুরু হবে বলে জানান তিনি।
এর আগে টাইগার সিরিজের ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। ছবি দুটি প্রত্যাশা অনুযায়ি ব্যবসা করেছিল।
ওই অনুষ্ঠানে সালমান খানের কাছে তার প্রিয় অভিনেত্রীর নাম জানতে চাওয়া হয়েছিল। উত্তরে তিনি কোনোরকম রাখঢাক না রেখে সোজাসাপ্টার ক্যাটরিনার নাম বলেন।
ক্যাটরিনা প্রসঙ্গ ছাড়াও সালমান খান রিজের ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
সারাবাংলা/আরএসও/
আরও পড়ুন : ‘তর্জনী’ সিনেমার পোস্টার প্রকাশ