Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওলির বিয়ে


৪ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৩

বিনোদন ডেস্ক

চিত্রনাট্যটা এবার অন্যকারো নয়, গল্পের রচয়িতা অভিনেত্রী পাওলি নিজেই। সে গল্পে অভিনেত্রী পাওলি রেখেছেন তার ভালোবাসার মানুষকেই। তার নাম অর্জুন দেব, বাড়ি গুয়াহাটি। নায়ক নায়িকা নয়, এই পর্বে বধু পাওলি, আর বর অর্জুন দেব। সোমবার তারা বসছেন বিয়ের পিঁড়িতে। আইবুড়ো ভাত, মেহেদি নাচ সবই হয়ে গেছে ধুমধামে। কলকাতার তাজ হোটেলে মূল আয়োজ শুরু হয়ে গেছে সোমবার সকাল থেকেই। সবাই তাকিয়ে আছেন, কেমন সাজবেন পাওলি?

বিজ্ঞাপন

অন্দরমহল সূত্র বলছে, একেবারে ট্রেডিশনাল সাজে থাকবেন টালিউড ও বলিউডের এই অভিনেত্রী। অনুষ্ঠান শুরু হবে বিকেল থেকেই, চলবে গভীর রাত পর্যন্ত। আয়োজনে পাত্র-পাত্রির বন্ধু ও আত্মিয়-স্বজন তো থাকবেনই, আমন্ত্রণ জানানো হয়েছে টালিউডের নামকরা শিল্পী, কলাকুশলীদেরও। বাংলাদেশ থেকে পরিচালক হাসিবুর রেজা কল্লোল আমন্ত্রিত হয়েছেন এই বিয়েতে। বয়ের পর ৬ ডিসেম্বর গুয়াহাটি যাবেন পাওলি। ৮ ডিসেম্বর শ্বশুর বাড়িতে ঘরোয়া আয়োজনের পর রিসেপশন হবে ১০ ডিসেম্বর।

পাওলির_বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর