Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তর্জনী’ সিনেমার পোস্টার প্রকাশ


২৫ মার্চ ২০১৯ ১৮:৫৪ | আপডেট: ২৫ মার্চ ২০১৯ ১৯:০৭

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে ‘তর্জনী’ ছবিটি পোস্টার। ছবিটি নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া ৭ মার্চের ভাষণ থেকে।

সেই ভাষণে রক্তে আগুন লাগা অনেক কথাই বলেছেন বঙ্গবন্ধু। সেই কথাগুলোর মধ্যে থেকে একটি লাইন থেকে চলচ্চিত্র ‘তর্জনী’ নির্মাণে উদ্বুদ্ধ হয়েছেন পরিচালক সোহেল রানা বয়াতি। আর এর গল্প ও চিত্রনাট্য করেছেন শাহাদাত রাসএল।

বিজ্ঞাপন

লাইনটি হলো- কেউ যদি ন্যায্য কথা বলে, সে যদি একজনও হয়, আমরা তার কথা মেনে নেব।


আরও পড়ুন :  হরর-ফানি মিউজিক ভিডিও ‘খোকা’ আসছে ২৮ মার্চ


৭ মার্চের ভাষণ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধু- তিনটি বিষয়ই এত বড় যে আলাদা আলাদা সিনেমা হতে পারে বিষয়গুলো নিয়ে। কিন্তু এই তিনটি বিষয় থাকছে এক ছবিতে! কীভাবে সাজানো হয়েছে বিষয়গুলো?

‘তর্জনী’ ছবির গল্পকার ও চিত্রনাট্যকার শাহাদাত রাসএল সারাবাংলাকে বলেন, ‘বঙ্গন্ধুর ভাষণের অনেক লাইন থেকেই একেকটি চলচ্চিত্র নির্মাণ করা যেতে পারে। এখান থেকে আমরা একটা লাইন বেছে নিয়েছি। আর সেটার ওপর ভর করেই আমার গল্প এবং চিত্রনাট্য।’

ছবিটিকে তিনটি সময়ে ভাগ করা হয়েছে। ১৯৭১, ১৯৭৫ এবং ২০১৯। ওই কথার ওপর ভিত্তি করে তিনটি সময়কে দেখানো হবে সিনেমায়। অনেকেই মনে করতে পারেন ছবিতে বঙ্গবন্ধুকে দেখানো হবে কি না? বা তার চরিত্রে কেউ অভিনয় করবেন কি না? শাহাদাত রাসএল জানালেন, বঙ্গবন্ধুর চরিত্রে কেউ অভিনয় করবেন না, তবে পুরোটা ছবি জুড়েই বঙ্গবন্ধু থাকবেন। কীভাবে? সেটা সিনেমায় দেখতে হবে।

এরই মধ্যে ছবির কয়েকজন শিল্পী নির্বাচন হয়ে গেছে। এপ্রিলে শুরু হবে সিনেমার শুটিং।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

.   এফএফএসবি’র স্মারকলিপি যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে

.   যুদ্ধ পূর্ববর্তী সময়ের গল্প ‘শিকার’

.   প্রকাশ পেলো ‘সার্ভাইভিং ৭১’ এর টিজার

.   এসিড ঝলসানো মুখে দীপিকার হাসি

.   রোশানের ‘ড্রিমগার্ল’ অধরা

.   আসলেই কি ঐশ্বরিয়া…?


৭মার্চের ভাষণ তর্জনী বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর