সবচেয়ে বাজেদের মনোনয়ন ঘোষণা
২৩ জানুয়ারি ২০১৮ ১৫:০৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক
হলিউডে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বাজে সিনেমা, অভিনয়শিল্পী, পরিচালকদের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। প্রতিবছরের মতো অস্কার মনোনয়নের কিছু আগে মনোনয়ন ঘোষণা করেছে ‘গোল্ডেন র্যাসবেরি এওয়ার্ড’ কর্তৃপক্ষ। ৩৮তম এওয়ার্ডে নয় বিভাগে দেয়া হবে পুরস্কার।
সবচেয়ে বাজে সিনেমার মনোনয়ন পেয়েছে বেওয়াচ, দ্য ইমোজি মুভি, ফিফটি শেডস ডার্কার, দ্য মমি ও ট্রান্সফর্মার: দ্য লাস্ট নাইট।
আনফরগেটেবল ছবির জন্য ক্যাথরিন হেগল, ফিফটি শেডস ডার্কার সিনেমার ডাকোটা জনসন, মাদার সিনেমার জেনিফার লরেন্স, বো ২! আ মেডিয়া হ্যালুইন সিনেমার জন্য টেইলর পেরি এবং দ্য সার্কেল সিনেমার এমা ওয়াটসন মনোনয়ন পেয়েছেন বাজে অভিনেত্রী বিভাগে।
সবাইকে বিস্মিত করে টম ক্রুজ ও জনি ডেপ পেয়েছেন সেরা বাজে অভিনেতার মনোনয়ন। তালিকায় আরো আছেন জেমি ডরন্যান, জ্যাক অফ্রোন, মার্ক হলবার্গ।
মাদার, ট্রান্সফর্মার্স: দ্য লাস্ট নাইট, ফিফটি শেডস ডার্কার, দ্য মমি, দ্য ইমোজি মুভি- এই পাঁচ সিনেমার পরিচালক ড্যারেন অ্যরোনফস্কি, মিকেল বে, জেমস ফলি, অ্যালেক্স কার্টজম্যান, টনি লিওনিডিস মনোনয়ন পেয়েছেন সেরা বাজে পরিচালকের।
নব্বই তম অস্কারের এক দিন আগে, অর্থাৎ ৩ মার্চ ঘোষণা করা হবে নয়টি বিভাগের সেরা খারাপদের নাম।
সারাবাংলা/পিএ/কেবিএন