Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ পেলো ‘সার্ভাইভিং ৭১’ এর টিজার


২৫ মার্চ ২০১৯ ১৫:২৬ | আপডেট: ২৫ মার্চ ২০১৯ ১৭:৪৪

হলিউড চলচ্চিত্রের অ্যানিমেটর বাংলাদেশি তরুণ ওয়াহিদ ইবনে রেজা। বাবা মুক্তিযোদ্ধা। যুদ্ধের এক পর্যায়ে তার বাবা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। তার বাবাসহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধাকে হাত বেঁধে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল। একজন একজন করে গুলি করে ট্রেন থেকে ফেলে দিচ্ছিল পাক বাহিনী। তখন তার বাবা হাত বাঁধা অবস্থায় ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে সে যাত্রায় প্রাণে বেঁচে যান।


আরও পড়ুন :  এসিড ঝলসানো মুখে দীপিকার হাসি


বাবার কাছ থেকে এই গল্প বহুবার শুনেছেন ওয়াহিদ ইবনে রেজা। বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার আলোকে ওয়াহিদ ইবনে রেজা নির্মাণ করেছেন অ্যানিমেটেড ছবি ‘সার্ভাইভিং ৭১’। সোমবার (২৫ মার্চ) গণহত্যা দিবসে ইউটিউবে প্রকাশ পেলো ছবিটির টিজার। এক মিনিট ৩৯ সেকেন্ডের টিজারটিতে উল্লেখিত ঘটনার অ্যানিমেটেড চিত্রায়ন দেখা গেছে।

বিজ্ঞাপন

পরিচালনার পাশাপাশি ‘সার্ভাইভিং ৭১’ এর চিত্রনাট্য এবং প্রযোজনাও করেছেন ওয়াহিদ ইবনে রেজা। তবে কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে সে বিষয়ে কোন তথ্য এখনো জানা যায়নি।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

টিজার দেখুন:


আরও পড়ুন :

.   রোশানের ‘ড্রিমগার্ল’ অধরা

.   আসলেই কি ঐশ্বরিয়া…?


অ্যানিমেটেড ফিল্ম ওয়াহিদ ইবনে রেজা সার্ভাইভিং ৭১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর