Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসিড ঝলসানো মুখে দীপিকার হাসি


২৫ মার্চ ২০১৯ ১৩:৪০ | আপডেট: ২৫ মার্চ ২০১৯ ১৪:১২

বিয়ের পর প্রথমবারের মতো একটি ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অভিনয়ে ফিরেই রীতিমতো চমকে দিলেন তিনি। আর এই চমক দিয়েছেন নিজের ইন্সটাগ্রামে ভিন্ন ধরনের একটি ছবি প্রকাশ করে। ছবিতে এসিড ঝলসে যাওয়া নারীর চেহারার ধরা দিয়েছেন তিনি।

আগেই জানা ছিল, ভারতে ঘটে যাওয়া এসিড আক্রান্ত এক নারীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা। সেই ছবিরই ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন তিনি। ছবির নাম রাখা হয়েছে ‘ছাপাক’। আর এটি পরিচালনা করছেন মেঘনা গুলজার।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  রোশানের ‘ড্রিমগার্ল’ অধরা


ঘটনাটি ২০০৫ সালের। লক্ষ্মী আগারওয়ালকে প্রেমের প্রস্তাব দেয় এক যুবক। কিন্তু তিনি সেই প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাকে এসিড ছুঁড়ে মারে সেই প্রত্যাখ্যাত প্রেমিক। নিমিষে বদলে যায় লক্ষীর গোটা জীবন। এরপর কীভাবে এসিড আক্রান্ত হয়েও জীবনের সঙ্গে লড়াই করে ঘুরে দাঁড়ায় লক্ষী, সেই গল্পই বলবে এই ছবি।

https://www.instagram.com/p/Bvao-MEAT56/?utm_source=ig_embed

তবে এই ছবিতে দীপিকার নাম থাকছে মালতি। ইন্সটাগ্রাম পোস্টে নিজের চরিত্রের নামও জানিয়েছেন দীপিকা। ছবিতে দীপিকাকে এসিডদগ্ধ চেহারা ফুঁটিয়ে তোলার জন্য দেয়া হয়েছে প্রস্থেটিক মেকআপ।

গুলজার কন্যা মেঘনা গুলজারের এই ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করবেন বিক্রান্ত মেসে। কে এ এন্টারটেনইনমেন্টের ব্যানারে এই ছবি আগামী বছরের ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম


আরও পড়ুন :  আসলেই কি ঐশ্বরিয়া…?


ছাপাক দীপিকা পাডুকোন মেঘনা গুলজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর