প্রেমিক-প্রেমিকার ফিল্মফেয়ার জয়
২৪ মার্চ ২০১৯ ১৬:১৩ | আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১৬:১৬
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় মুম্বাইয়ের বিকেসির জিও গার্ডেনে বসেছিল ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বলিউডের সম্মানজনক এই পুরস্কারের দিকে চোখ থাকে বলিউডের সব তারকারই।
এবারের আয়োজনে ভারতের প্রথম নারী সুপারস্টার প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে দেয়া হয়েছে আজীবন সম্মাননা। এছাড়া চলচ্চিত্রে ৫০ বছর ধরে বিশেষ ভূমিকা রাখার জন্য পুরস্কৃত করা হয় হেমা মালিনীকে।
তবে এবার সবেচেয়ে তাক লাগানো বিষয় হলো প্রেমিক-প্রেমিকার একসঙ্গে ফিল্মফেয়ার জেতা। এই সময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে তারা জিতে নিয়েছেন সেরা নায়ক-নায়িকার পুরস্কার। সেরা ছবিও হয়েছে আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘রাজি’।
বরাবরের মতো ৩৫টি বিভাগে দেয়া হয়েছে পুরস্কার।
৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্তদের তালিকা-
সেরা ছবি– রাজি
সেরা ছবি (ক্রিটিক)– আন্ধাধুন
সেরা অভিনেত্রী– আলিয়া ভাট, রাজি
সেরা অভিনেতা– রণবীর কাপুর, সঞ্জু
সেরা অভিনেত্রী (ক্রিটিক)– নীনা গুপ্ত, বাধাই হো
সেরা অভিনেতা (ক্রিটিক)- রণবীর সিং (পদ্মাবত), আয়ুষ্মান খুরানা (আন্ধাধুন)
সেরা অভিনেত্রী (ডেবিউ)– সারা আলি খান, কেদারনাথ
সেরা অভিনেতা (ডেবিউ)– ঈশান খট্টর, বিয়ন্ড দ্য ক্লাউডস
সেরা পরিচালক– মেঘনা গুলজার, রাজি
সেরা সহ-অভিনেতা– গজরাজ, বাধাই হো এবং ভিকি কৌশল, রাজি
সেরা সহ-অভিনেত্রী– সুরেখা সিক্রি, বাধাই হো
সেরা ডায়লগ– অক্ষয় দিওয়ান, বাধাই হো
সেরা গল্প– অনুভব সিনহা, মুল্ক
শর্ট ফিল্ম এ সেরা অভিনেতা– হোসেন দালাল, শেমলেস
শর্ট ফিল্ম এর সেরা অভিনেত্রী– কীর্তি কুলহারি, মায়া
পাবলিক চয়েসে সেরা শর্টফিল্ম– প্লাস মাইনাস
সেরা শর্ট ফিল্ম ফিকশন– রোগান জোশ
সেরা শর্টফিল্ম নন ফিকশন– দ্য সকার সিটি
সেরা মিউজিক অ্যালবাম– পদ্মাবত
সেরা প্লেব্যাক গায়ক– অরিজিৎ সিং, অ্যায় ওয়াতন, রাজি
সেরা প্লেব্যাক গায়িকা– শ্রেয়া ঘোষাল, পদ্মাবত
সেরা গীতিকার– গুলজার, অ্যায় ওয়াতন, রাজি
সেরা লিরিক– আন্ধাধুন
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর– ড্যানিয়েল জর্জ, আন্ধাধুন
সেরা সাউন্ড ডিজাইন– কুনাল শর্মা, তুম্বদ
সেরা কোরিওগ্রাফি– ক্রুতি মহেশ, বিদ্যা জোতি, ঘুমর, পদ্মাবত
সেরা সিনেমাটোগ্রাফি– পঙ্কজ কুমার, তুম্বদ
সেরা এডিটিং– পূজা লাঢা সুর্তি, আন্ধাধুন
সেরা কস্টিউম– শীতল শর্মা, মান্টো
সেরা প্রোডাকশন ডিজাইন– নীতিন জিহানি চৌধুরী ও রাজেশ যাদব (তুম্বদ)
সেরা ভিএক্সএফ– রেড চিলিজ, জিরো
তথ্যসূত্র: এনডিটিভি
সারাবাংলা/পিএ/পিএম