জন্মদিনে জয়ললিতার চরিত্রে অভিনয়ের ঘোষণা
২৩ মার্চ ২০১৯ ১৭:৫২ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৯:৫৯
বলিউডের আলোচিত এব একইসঙ্গে সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে তার অভিনয় দক্ষতা নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। মেজাজি অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা ৩২-এ পা দিলে আজ (শনিবার, ২৩ মার্চ)। আর বিশেষ এই দিনেই নতুন ছবির কথা ঘোষণা দিলেন তিনি। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত অভিনেত্রী জয়ললিতার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন কঙ্গনা।
আরও পড়ুন : ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি
তামিল ভাষায় নির্মিতব্য ছবিটির নাম ‘থালাইভি’। হিন্দিতে ‘জয়া’। দক্ষিনের জনপ্রিয় পরিচালক এ এল বিজয় ছবিটি পরিচালনা করবেন।
ছবির চিত্রনাট্য লিখছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। এর আগে ‘বাহুবলী’, ‘মণিকর্ণিকা’র মতো ছবির চিত্রনাট্য লেখার অভিজ্ঞতা রয়েছে তার। জয়ললিতার চরিত্রে অভিনয় করা বাড়তি দায়িত্বের বলে মনে করেন কঙ্গনা। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে নারীদের সাফল্যের কাহিনি হিসেবে জয়ললিতাজির ঘটনা অনেক বড়। প্রথমে সুপারস্টার ছিলেন। তার পর রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। মূলধারার ছবির জন্য এই কনসেপ্টটাই খুব ভাল। এই মেগা প্রজেক্টের অংশ হতে পেরে আমি গর্বিত।’
‘থালাইভি’ ছবির শুটিং কবে নাগাদ শুরু হবে এবং ছবিতে আর কারা থাকছেন সে ব্যাপারে এখনও ঘোষণা আসেনি।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. সহনায়ক হয়ে বলিউডে আসছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশী
. এই ছবির ওপর আমার ক্যারিয়ার নির্ভর করছে: রোদেলা জান্নাত
. পাইরেসির কবলে ‘কেসারি’
. ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের প্রদর্শনী বাড়লো
. ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের প্রদর্শনী বাড়লো