Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ছবির ওপর আমার ক্যারিয়ার নির্ভর করছে: রোদেলা জান্নাত


২৩ মার্চ ২০১৯ ১৪:৪২ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৯:৫৫

রোদেলা জান্নাত। ছবি: ইন্টারনেট

ঢালিউডের নতুন নায়িকাদের তালিকায় রোদেলা জান্নাত নতুন সংযোজন। শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে তার। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানকে।  খুব শিগগিরই মুক্তি পাবে ছবিটি।

এদিকে সম্প্রতি ইউটিউবে অবমুক্ত করা হয়েছে রোদেলা জান্নাতের একটি গান। ‘প্রেমের রাজা’ শিরোনামের গানে তিনি কোমর দুলিয়েছেন শাকিব খান ও নুসরাত ফারিয়ার সঙ্গে। গানটি প্রকাশের পর প্রশংসার জোয়ারে ভাসছেন রোদেলা।

বিজ্ঞাপন

প্রথম গানের প্রশংসা, শাকিব খান ও নুসরাত ফারিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং নিজের ক্যারিয়ার নিয়ে রোদেলা জান্নাত কথা বলেছেন সারাবাংলার সঙ্গে।


‘প্রেমের রাজা’ গানটিতে আপনার প্রশংসা করছেন সবাই। যখন শুটিং করছিলেন তখন কি মনে হয়েছিল প্রথম গানেই এতটা প্রশংসিত হবেন?
প্রথমে বলে রাখি, প্রশংসা পেতে সবার ভালো লাগে। কেউ যদি আপনার প্রশংসা করেন আপনারও ভালো লাগবে। এই গানটির প্রশংসা করছেন সবাই। এটা আমার জন্য অবশ্যই ভালো দিক। কিন্তু আমি যখন শুটিং করছিলাম তখন প্রশংসার কথা একদম মাথায় আসেনি। আমার পুরো মনোযোগ ছিল ভালোভাবে নাচ ফুঁটিয়ে তোলার দিকে। স্টেপগুলো যেন ঠিকঠাক হয় সেদিকটায় খেয়াল ছিল। এটা আমার প্রথম কাজ। আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। দিনশেষে কাজটি সবার ভালো লেগেছে এটা আমার জন্য বড় পাওনা।

আপনার সঙ্গে গানে নুসরাত ফারিয়াও নেচেছেন। নাচার সময় তার সঙ্গে কোন প্রতিযোগিতা কাজ করেছে আপনার ভেতর?
একদম না। তিনি সিনিয়র অভিনেত্রী। তার সঙ্গে প্রতিযোগিতার প্রশ্ন আসে না। আমি আমার কাজটি কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে ব্যস্ত থেকেছি সবসময়! নুসরাত ফারিয়া খুব ভালো নাচেন। বলতে পারেন তার নাচ আমাকে অনুপ্রাণিত করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  পাইরেসির কবলে ‘কেসারি’


শাকিব খানের সঙ্গে কোমর দোলালেন। ড্যান্স পার্টনার হিসেবে শাকিব খান কেমন?
প্রথম ছবিতেই তার সঙ্গে অভিনয় করতে পারাটা ভাগ্যের ব্যাপার। তিনি দারুণ একজন মানুষ। আমাকে কাজের বেলায় খুব সাহায্য করেছেন। যার কারণে আমার ছবিতে অভিনয় করা বেশ সহজ হয়ে গিয়েছিল।

‘প্রেমের রাজা’ গানে শাকিব খানের সঙ্গে রোদেলা জান্নাত। ছবি: ইন্টারনেট

যখন সিনেমায় আসেননি তখন শাকিব খান সম্পর্কে কেমন ধারণা ছিল আপনার?
ঢাকাই ছবির সুপারস্টার বলেই জানতাম। তবে তার তেমন কোনো ছবি আমি দেখিনি। ‘বসগিরি’ সিনেমা থেকে আমি তার ছবি দেখা শুরু করি।

ইন্ডাস্ট্রির অবস্থা তো খুব একটা ভালো না। এ অবস্থায় সিনমোয় নাকি অন্যকোন পেশায় ক্যারিয়ার গড়তে চান?
আমার ফিল্ম ক্যারিয়ার নির্ভর করছে ‘শাহেনশাহ’ সিনেমার ইতিবাচক প্রতিক্রিয়া এবং চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ কি হতে পারে তার ওপর! তাছাড়া আমি অলরেডি একটি পেশার সাথে জড়িত আছি।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের প্রদর্শনী বাড়লো

.   ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের প্রদর্শনী বাড়লো


প্রেমের রাজা রোদেলা জান্নাত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর