Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের প্রদর্শনী বাড়লো


২৩ মার্চ ২০১৯ ১১:০৪ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৯:৫০

কথাসাহিত্যিক শহীদুল জহিরের ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ উপন্যাস অবলম্বনে মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। মঞ্চেও নাটকটির নাম রাখা হয়েছে উপন্যাসের নামে- ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা। গেলো  ১৪ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমীতে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর টানা সাতদিন অর্থাৎ ২০ মার্চ পর্যন্ত নাটকটি মঞ্চস্থ হয়। ২০ মার্চ ছিল নাটকটির শেষ প্রদর্শনী।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  মিউজিক ভিডিওতে ইমরান-দর্শনার উত্তাপ


‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকটি দর্শকদের মাঝে প্রবল সাড়া ফেলে। মাত্র সাতদিন  মঞ্চস্থ হওয়ায় অনেকেই দেখতে পারেননি নাটকটি। তবে যারা দেখতে পারেননি তাদের জন্য এসেছে সুখবর। নাকটির শো বাড়ানো হয়েছে। ২৩ মার্চ ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের মূল গল্পকার শহীদুল জহিরের একাদশ মৃত্যুবার্ষিকী। পাশাপাশি একাত্তরের সেই ভয়াবহ কালরাত্রিকে স্মরণ করার উদ্দেশ্যে নাটকের শো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক নাট্যসংগঠন স্পর্ধা জানিয়েছে ২৩, ২৪ ও ২৫ মার্চ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

শহীদুল জহিরকে স্মরণ ও উৎসর্গ করে ২৩ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, ২৪ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং ২৫ মার্চ বিকেল ৩টা ৩০ ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কালরাত্রিতে শহীদদের স্মরণে হবে নাটকটির বিশেষ মঞ্চায়ন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হবে সবগুলো প্রদর্শনী।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের জীবন ও রাজনৈতিক বাস্তবতায় বেদনাহত ক্ষতের স্মৃতি নিয়ে শহীদুল জহির লিখেছেন উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’।

সারাবাংলা /পিএ/পিএম


আরও পড়ুন :  সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘ইটার্নাল লাইফ, ১৯৪৬’


জীবন ও রাজনৈতিক বাস্তবতা শহীদুল জহির শিল্পকলা একাডেমি সৈয়দ জামিল আহমেদ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর