মিউজিক ভিডিওতে ইমরান-দর্শনার উত্তাপ
২২ মার্চ ২০১৯ ১৬:১৯ | আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৬:২২
দর্শনধারী দর্শনা বণিকের দর্শন মিললো নতুন একটি বাংলাদেশি মিউজিক ভিডিওতে। দ্বিতীয়বারের মতো তিনি দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের মিউজিক ভিডিওতে মডেল হলেন। ‘তোর নামের ইচ্ছেরা’ শিরোনামের গানটি আজ (২২ মার্চ) গানচিল মিউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
পুরো গানটির দৃশ্যধারণ হয়েছে ভারতের লাদাখে। মিউজিক ভিডিওর পুরোটাতে লাদাখের অপরূপ সৌন্দর্য্যকে উপজীব্য করে তোলা হয়েছে। সেই সাথে দর্শনার সৌন্দর্য্য তো রয়েছেই। দুই সৌন্দর্য্যের মিশেলে পুরো মিউজিক ভিডিওটি যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে।
দর্শনার সঙ্গে এই গানের মডেল হয়েছেন ইমরান নিজেই। দুজনের রসায়নের উত্তাপ ছড়িয়েছে অন্তর্জালের পর্দাজুড়ে।
মিউজিক ভিডিও প্রসঙ্গে দর্শনা সারাবাংলাকে বলেন, ‘এটি ইমরানের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। লাদাখে শুটিং করেছি। গানটি আমার পছন্দের। সবেমাত্র গানটি মুক্তি পেয়েছে। আমি তো মনে করি, গানটি দুই বাংলার মানুষের কাছে ভালো লাগবে।’
গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি দেখেছেন দশ হাজারেরও বেশি দর্শক–শ্রোতা।
সারাবাংলা/আরএসও/পিএ
মিউজিক ভিডিওটি দেখুন: