‘প্রস্থানম’ সিনেমায় সঞ্জয়-মনীষা
২২ মার্চ ২০১৯ ১৩:২১ | আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৩:২২
‘প্রস্থানম’ শিরোনামে নতুন একটি বলিউডি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সঞ্জয় দত্ত ও মনীষা কৈরালা। এই ছবিতে মনীষা অভিনয় করবেন সঞ্জয়ের স্ত্রীর চরিত্রে।
ক্যান্সার যুদ্ধে আগেই বিজয়ি হয়েছেন মনীষা। এরপর সিনেমাতেও নিয়মিত হয়েছেন এই নেপালি অভিনেত্রী। মনীষা বলেন, ‘ইদানীং সিনেমায় চরিত্র চিত্রায়নে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। আমিও চাই এমন নতুন ধরনের কাজ করতে। প্রস্থানম নতুন ধাঁচের সিনেমাই হবে আমার বিশ্বাস।’
২০১২ সালে মনীষার ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে। এ নিয়ে তিনি একটি বই লিখেও ফেলেছেন। মনীষা কৈরালার লেখা বইটির নাম, ‘হিলড: হাউ ক্যানসার গেভ মি এ নিউ লাইফ’।
অভিনেত্রী মনীষা কৈরালা জানান, তার মাথায় আরও বেশ কিছু এমন ভাবনা রয়েছে। তা নিয়ে তিনি আরও লিখতে চান। নিজের লেখা বইয়ে মনীষা জানিয়েছেন কী ভাবে এই পুরো লড়াইটা তিনি লড়েছিলেন এবং ক্যানসারকে জয় করে জীবনে ফেরত এসেছিলেন।
ক্যান্সারকে জয় করার পরে এখন মনীষা নানা ধরনের কাজ করছেন। এমনকি বিভিন্ন জায়গায় ‘মোটিভেশনাল টক’ অনুষ্ঠানেও কথা বলছেন তিনি নিয়মিত।
সারাবাংলা/টিএস/আরএসও