প্রথমবারের মতো সুফি গানে কুমার বিশ্বজিৎ
২১ মার্চ ২০১৯ ১৯:২১ | আপডেট: ২১ মার্চ ২০১৯ ২০:৫৬
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সংগীত নিয়েই যার ধ্যান-জ্ঞান। সংগীতের সব ঘরানার সুরেই গলা সেধেছেন তিনি। শুধু বাকি ছিল সুফি গানে নিজের কণ্ঠ দেয়া। এবার সেটাও হতে যাচ্ছে। সুফি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ।
খিজির হায়ত খানের সিনেমা ‘কারার ঐ লৌহ কপাট’ ছবির সুফি গানে কণ্ঠ দেবেন তিনি। গানটির শিরোনাম ‘আল-রাহিম’। আজ (২১ মার্চ) ছবিটিতে গান গাওয়ার বিষটি চূড়ান্ত করেছেন কুমার বিশ্বজিৎ।
এ ব্যাপারে কুমার বিশ্বজিৎ সারাবাংলাকে বলেন, ‘মুর্শিদি, মারফতি গানসহ সব ধরণের গানই তো গাইলাম। এবার সুফি ঢংয়ের গানটিও করি। গানের কথা-সুর অনেক ভালো লেগেছে। আগামী এক মাসের মধ্যে গানটি রেকর্ড করা হয়ে যাবে আশা করি।’
আরও পড়ুন : বানসালি’র ‘গাঙ্গুবাঈ’ হচ্ছেন প্রিয়াংকা চোপড়া
‘আল-রাহিম’ গানটির কথা লিখেছেন পরিচালক খিজির হায়াত খান নিজেই এবং সুর করেছেন নাজমুল আবেদীন আবির। পরিচালক জানান ছবির চিত্রনাট্যের কাজ শেষ হয়ে গেছে। বর্ষা শুরু হলেই শুটিংও শুরু হবে।
‘কারার ঐ লৌহ কপাট’ ছবির ব্যাপারে খিজির হায়াত খান সারাবাংলাকে বলেন, ‘একটি ব্যান্ডের গল্পে গড়ে উঠেছে ছবির কাহিনী। ছবির মূল চরিত্রের অভিনয়শিল্পীরা এখনো চূড়ান্ত হননি।’
ব্যান্ডের গল্প হলেও ‘কারার ঐ লৌহ কপাট’ ছবিটি মূলত একটি পলিটিক্যাল থ্রিলার।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা সমীকরণ
. দ্রৌপদী, সীতা, চিত্রাঙ্গদা ও একজন নাজনীন হাসান চুমকী
. এপ্রিলে জানা যাবে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য!
. জুলাইতে আসছে ব্র্যাড-ক্যাপ্রিও’র ছবি
. শোবিজের দুই সংগঠনে নির্বাচনী হাওয়া
. ফ্লোরে গড়ালো ‘মিশন এক্সট্রিম’
. দীপিকা যা স্বপ্নে দেখেন…