জুলাইতে আসছে ব্র্যাড-ক্যাপ্রিও’র ছবি
২১ মার্চ ২০১৯ ১৫:১৫ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৪:৫৮
বিভিন্ন কারণে সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা হয়ে উঠেছে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। লিওনার্দো ডি’ক্যাপ্রিও এবং ব্র্যাড পিটের একসঙ্গে অভিনয় করার বিষয়টি এই ছবির অন্যতম আকর্ষণের একটি বিষয়।
দুনিয়া জুড়ে জনপ্রিয় দুই অভিনয়শিল্পীর অভিনয় একসঙ্গে পর্দায় শিগগিরই দেখতে পাবেন দর্শকরা। আসছে ২৬ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বুধবার (২০ মার্চ) প্রকাশ পেয়েছে ছবির অফিসিয়াল ট্রেলার। সেটা দেখার পর দর্শকদের আগ্রহ যেন আরো বেড়ে গেছে।
ছবিটি নিয়ে আরো একটি আকর্ষণের কারণ হলো কুয়েন্টিন তারান্তিনোর পরিচালনা। অস্কার, পাম ডি’অর, বাফটা, গোল্ডেন গ্লোব জেতা এই পরিচালকের নবম ছবিটি দেখতে স্বাভাবিকভাবেই অপেক্ষা করছে চলচ্চিত্র প্রেমীরা।
আরও পড়ুন : শোবিজের দুই সংগঠনে নির্বাচনী হাওয়া
‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবির বিষয় ১৯৬৯ সালে হলিউড কেমন ছিল। রিক ডালটন (লিওনার্দো ডি’ক্যাপ্রিও) এবং ক্লিপ বুথ (ব্র্যাড পিট)- চরিত্র দুটি দিয়ে সেই সময়টি দেখানো হবে। শুধু তাই নয় গল্পে একটি খুনের ঘটনাও রেখেছেন গল্পকার তারান্তিনো।
ছবিটি রঙিন হলেও, ছবির ভেতরে অন্য ছবির শুটিং সাদাকালো রংয়ে দেখানো হয়েছে।
ট্রেলার দেখুন: https://www.youtube.com/watch?v=Scf8nIJCvs4
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. ফ্লোরে গড়ালো ‘মিশন এক্সট্রিম’
. দীপিকা যা স্বপ্নে দেখেন…
ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড কুয়েন্তিন তারান্তিনো ব্র্যাড পিট লিওনার্দো ডি’ক্যাপ্রিও