বানসালি’র ‘গাঙ্গুবাঈ’ হচ্ছেন প্রিয়াংকা চোপড়া
২১ মার্চ ২০১৯ ১৮:৩৫ | আপডেট: ২১ মার্চ ২০১৯ ২০:৫৪
প্রথমবারের মতো সালমান খান ও আলিয়া ভাটকে নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন সঞ্জয় লীলা বানসালি। ছবির নাম ‘ইনশাআল্লাহ’। শুরু হয়ে গেছে প্রস্তুতি।
এদিকে বানসালি ‘গাঙ্গুবাঈ’ নামের একটি নতুন ছবি নিয়ে এগোচ্ছেন। আর সেই ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন প্রিয়াংকা চোপড়া। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।
আরও পড়ুন : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা সমীকরণ
বানসালি নিজেই ছবিটি নিয়ে মুখ খুলেছেন। ছবির বিষয়ে প্রিয়াংকার সঙ্গে আলাপের কথা স্বীকার করেছেন তিনি। বানসালি বলেন, ‘ছবির গল্পটি আমার পছন্দের। অনেকদিন ধরে ছবিটি নির্মাণের ইচ্ছা আমার। আর প্রিয়াংকার আমার প্রথম পছন্দ। কেন্দ্রিয় চরিত্রে তাকেই বিবেচনা করছি।’
মুম্বাইয়ের কামাথিপুরার এক যৌনপল্লিতে গাঙ্গুবাঈ নামে এক নারী ছিলেন। বেশ কয়েকটি পতিতালয় তিনি চালাতেন। যেসব নারীদের জোর করে দেহ ব্যবসায় আনা হত, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন গাঙ্গুবাঈ।
সেই গাঙ্গুবাঈকে নিয়েই চলচ্চিত্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন বানসালি। শোনা গিয়েছিল বানসালি তার ছবির নাম দিতে চেয়েছিলেন ‘হীরা মান্ডি’। তবে এখন নাকি নাম ঠিক হয়েছে ‘গাঙ্গুবাঈ’। এটি হবে একটি পিরিওডিক্যাল ছবি।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম
আরও পড়ুন :
. দ্রৌপদী, সীতা, চিত্রাঙ্গদা ও একজন নাজনীন হাসান চুমকী
. এপ্রিলে জানা যাবে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য!
. জুলাইতে আসছে ব্র্যাড-ক্যাপ্রিও’র ছবি
. শোবিজের দুই সংগঠনে নির্বাচনী হাওয়া
. ফ্লোরে গড়ালো ‘মিশন এক্সট্রিম’
. দীপিকা যা স্বপ্নে দেখেন…