Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহুদিন পর সেন্সর ছাড়পত্র পেলো আমিন খানের ছবি


২০ মার্চ ২০১৯ ১৭:৫০ | আপডেট: ২০ মার্চ ২০১৯ ১৭:৫৫

নব্বই দশকে বাংলা চলচ্চিত্রকে যারা সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে আমিন খান একজন। অসংখ্য ব্যবসা সফল ছবির নায়ক তিনি। রোমান্টিক কিংবা অ্যাকশন— সব ধরনের চলচ্চিত্রে আমিন খান নিজের জাত চিনিয়েছিলেন।

সময়ের পরিক্রময়ায় ঢালিউডে নতুন মুখের আগমন এবং সিনেমা ব্যবসা মন্দার কারণে ধীরে ধীরে নিজেকে সরিয়ে ফেলেন আমিন খান। ফলে কমতে থাকে তার ছবির সংখ্যা। এক সময় তাকে নিয়মিত পর্দায় দেখা গেলেও, এখন তাকে আর দেখা যায় না।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  নতুন প্রেমে ভিকি কুশল


তবে আবারো দর্শক আমিন খানের ছবি দেখতে পারবেন। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘এক জবানের জমিদার’ ছবির পর তার অভিনীত নতুন একটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ছবির নাম ‘অবতার’। এটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার। ছবিতে তার সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

ছবি প্রসঙ্গে আমিন খান সারাবাংলাকে বলেন, ‘আমি জানতাম না যে ছবিটি (অবতার) সেন্সর ছাড়পত্র পেয়েছে। ঢাকার বাইরে ছিলাম বলে খবর রাখতে পারিনি। তবে এটা ভালো খবর। অনেক দিন পর আমার ছবি আসছে সিনেমা হলে। আমার সঙ্গে মানানসই কোন চরিত্র পাইনি বলে এতদিন অভিনয় করা হয়নি। এই ছবির চরিত্রটি ভালো লেগেছিল বলে অভিনয় করেছি।’

ছবির চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘ছবির গল্প গড়ে উঠেছে মাদক নিয়ে। মাদকের কারণে সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। এমন অবস্থায় আমি অবতার হয়ে আসি সব অন্যায়কে রুখে দিতে।’

এসময় তিনি মাহির অভিনয়ের প্রশংসা করেন। তার মতে, মাহি বেশ ভালো অভিনেত্রী। সামনে আরও ভালো করবেন বলে প্রত্যাশা করেন।

এদিকে আগামী ১২ এপ্রিল থেকে দেশব্যাপী একসাথে সিনেমা হল বন্ধ হওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় আমিন খানের কাছে। তিনি এ বিষয়ে উপমা ব্যবহার করে বলেন, ‘আপনার মা যদি বয়স্ক হয়ে যায়, তখন তাকে বাদ দিয়ে অন্যকোনো কম বয়সি নারীকে মা বলে ডাকবেন না নিশ্চয়ই। কেউ সেটা করেনও না মনে করি। তাহলে চলচ্চিত্রের ক্ষেত্রে কেনো এমনটা করা হচ্ছে? এটা অনৈতিক।’

বিজ্ঞাপন

সকলকে সম্মিলিতভাবে এগিয়ে এসে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার আহ্বান জানান আমিন খান। তিনি জানান, প্রেক্ষাগৃহ বন্ধ রেখে কোনো সামধান হবে না।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

.   দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লাইভ ফ্রম ঢাকা’

.   হাফ’র ‘ওয়ান টু ওয়ান মিটিং’এ ‘অবলম্বন’

.   জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইদিনের সঙ্গীত উৎসব

.   ৪৮ এ এসে সুখবিন্দর বললেন, এ বছরই বিয়ে করবো

.   জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে হাইকোর্টের না


অবতার আমিন খান

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর