নায়করাজ স্মরণে মম’র গান
২২ জানুয়ারি ২০১৮ ১৮:৪৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
নায়করাজের প্রস্থানের পর প্রথম জন্মদিন পালিত হতে যাচ্ছে মঙ্গলবার (২৩ জানুয়ারি)। রাজ্জাকের শূণ্যতাকে ধারণ করে আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হচ্ছে শিশুশিল্পী আতিকা রহমান মম’র গাওয়া গান। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘রাজ্জাক দাদু’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী হোসেন।
এ প্রসঙ্গে মম বলেন, ‘২০১৩ সালে আমার গাওয়া দেশের গান ‘শোন শোন বাংলাদেশ’ গানের ভিডিওতে নায়করাজ একটি দৃশ্যে অংশ নিয়েছিলেন। সে সময় তার সংস্পর্শে আসার সৌভাগ্য আমার হয়েছিল। কিন্তু গত বছর তার প্রয়াণে আমি অনেক কষ্ট পেয়েছি। তার স্মৃতিকে ধারণ করেই এই গানটি গেয়েছি।’
‘রাজ্জাক দাদু’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন আতিকুর রহমান। নির্মাতা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইউটিউবে ‘রাজ্জাক দাদু’ গানটির ভিডিও প্রকাশিত হবে। এছাড়া একই সঙ্গে মম’র ওয়েবসাইটেও গানটির ভিডিও আপলোড করা হবে।
সারাবাংলা/টিএস/পিএ