নায়করাজের জন্মদিনে…
২২ জানুয়ারি ২০১৮ ১৮:৪৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ১৮:৪৮
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
মঙ্গলবার (২৩ জানুয়ারি) নায়করাজ রাজ্জাকের ৭৬তম জন্মদিন। দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পরিবার ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
পারিবারিকভাবে পালন করা হবে জন্মদিনটি। নায়করাজের ছোট ছেলে সম্রাট জানান, ‘পরিবারের সবাই মিলে সকালে বাবার কবর জিয়ারত করতে যাবো। গুলশানের আজাদ মসজিদে অনাথ বাচ্চাদের খাওয়ানো হবে। বাড়িতেও মানুষ খাওয়ানোর ব্যবস্থা থাকবে। আছরের নামাজে মিলাদ-মাহফিল শেষে, বাড়িতেই কাটবে বাকিটা সময়।’
রাজ্জাক তার জীবনের প্রায় পঞ্চাশ বছর কাটিয়েছেন যে কর্মস্থলে, জন্মদিন উপলক্ষে সেই এফডিসিতেও রয়েছে আয়োজন।
শিল্পী সমতির পক্ষ থেকে নায়করাজের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। আর পরিচালক সমিতি আয়োজন করেছে আলোচনা সভা। নায়করাজের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা। এরপর থাকবে মিলাদ-মাহফিল।
এসব আয়োজনে রাজ্জাকের পরিবারের কেউ থাকবেন না বলে জানিয়েছেন সম্রাট। তিনি বলেন, ‘সবাইকে অশেষ কৃতজ্ঞতা, বাবার জন্মদিন উদযাপন করছেন। আমরা যেহেতু বাড়িতেই বসবো এবং বেশ কিছু কাজ রয়েছে, তাই কোথাও যেতে পারবো না।’
২০১৭ সালের ২১ আগস্ট ফুসফুসের জটিলতায় মারা যান রাজ্জাক।
সারাবাংলা/পিএ/টিএস