মোদির বায়োপিকে নয়টি লুকে বিবেক
১৮ মার্চ ২০১৯ ১৯:৪০ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১৯:৪৯
বলিউড অভিনেতা বিবেক ওবেরয় অভিনয় করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে। ছবির নাম ‘পিএম নরেন্দ্র মোদি’। ১২ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। তার আগে চলছে প্রচারনা।
তার ধারাবাহিকতায় অনলাইনে প্রকাশ পেয়েছে ছবিতে নরেন্দ্র মোদির নয়টি ভিন্ন ভিন্ন চেহারা। বিবেক ওবেরয়কে নানা সাজে সাজানো হয়েছে নরেন্দ্র মোদিকে ভালোভাবে ফুটিয়ে তুলতে।
ছবির প্রযোজক সন্দীপ সিং এর আগেই বলেছিলেন যে, ‘এই ছবিতে অভিনয়ের জন্য বিবেক ১৫টি ভিন্ন ভিন্ন লুকে স্ক্রিন টেস্ট দিয়েছেন। দিনের সাত থেকে আট ঘণ্টা মেকআপ করতে সময় লাগত। বিবেক সেই একাগ্রতা দেখিয়েছেন বলেই নরেন্দ্র মোদির বায়োপিকটি ঠিকমতো করা গেছে।’
বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ বিবেকের নয়টি চরিত্রের ছবি শেয়ার করেছেন অনলাইনে। সেখানে বিভিন্নজন মন্তব্য করছেন। যার বেশিরভাগই ছবিটি দেখার আগ্রহের কথা জানিয়েছেন।
ছবির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে গুজরাট, হিমাচল এবং দিল্লিতে। প্রথমে অভিনেতা-সাংসদ পরেশ রাওয়ালের এই ছবির নাম ভূমিকায় অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে ছবি থেকে সরে যান তিনি। তার জায়গায় বিবেককে চূড়ান্ত করা হয়। ছবিটি পরিচালনা করেছেন ওমঙ্গ কুমার।
সারাবাংলা/পিএ/পিএম