Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিক্যুয়াল হচ্ছে শহীদ কাপুরের প্রথম ছবি


১৮ মার্চ ২০১৯ ১৬:৪৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।


বলিউডের জনপ্রিয় নায়কদের অন্যতম শহীদ কাপুর। ২০০৩ সালে ‘ইশক ভিশক’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। প্রথম ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন অমৃতা রাও- এর সঙ্গে। রোমান্টিক কমেডি ঘরানার ছবিটি তখন বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল।

এই ছবিতে অভিনয়ের মাধ্যমে শহীদ কাপুর জিতে নেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। বলা যায়, প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি।

ছবিটি মুক্তির ১৬ বছর পর নির্মিত হতে যাচ্ছে ছবিটির সিক্যুয়াল। ছবির প্রযোজক রমেশ তাওরানির বরাত দিয়ে খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

রমেশ তাওরানি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমরা “ইশক ভিশক” সিনেমার সিক্যুয়াল নির্মাণ করছি। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ চলছে। তরুণদের অথবা কলেজ শিক্ষার্থীদের রোমান্স নিয়ে এর গল্প হবে। আশা করছি, আগামী দুই–তিন মাসের মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হবে। এরপর পরিচালক ও অভিনয়শিল্পী নির্বাচনের কাজ শুরু করব।’

‘ইশক ভিশক’ ছবিটি পরিচালনা করেছিলেন কেন ঘোষ। তখন শহীদ কাপুরকে সিনেমায় সুযোগ দেয়া প্রসঙ্গে রমেশ তাওয়ারি বলেছিলেন, ‘শহীদকে আমি প্রথম দেখি গানের মিউজিক ভিডিওতে। সেসময় তার বয়স কম হওয়ায় সিনেমায় নায়ক হিসেবে তাকে নেয়া সম্ভব হয়নি। এর দুই–তিন বছর পর “ইশক ভিশক” এর চিত্রনাট্য শেষ হওয়ার পর তাকে নির্বাচন করি।’

সারাবাংলা/আরএসও/পিএ

ইশক ভিশক রমেশ তাওরানি শহীদ কাপুর সিক্যুয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর