Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্র দিবস উদযাপিত হবে দুই দিনব্যাপী


১৭ মার্চ ২০১৯ ১৯:০৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৯:০৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

জাতীয় চলচ্চিত্র দিবস ৩ এপ্রিল। বরাবরের মতো এবারও পূর্ণ মর্যাদায় উদযাপিত হতে যাচ্ছে দিবসটি। ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯’ উদযাপিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী। রোববার (১৭ মার্চ) বিকালে এফডিসির প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রচার উপকমিটির সভায় এ তথ্য জানানো হয়।

৩ এপ্রিল বুধবার শবে মেরাজ হওয়ায় ৪ এপ্রিলেও কিছু অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে। ৩ এপ্রিল বুধবার, থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী। বিকাল ৫টার মধ্যেই শেষ হবে প্রথম দিনের অনুষ্ঠান। আর ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে থাকবে আতশবাজী এবং লেজার শো।

প্রচার উপকমিটির আহ্বায়ক চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া, সাংবাদিক আব্দুল্লাহ জেয়াদ, সৈকত সালাহউদ্দিন, আবু সুফিয়ান, মাকসুদুল হক ইমু।

সভায় প্রচারের কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে কার্ড ছাপানো, পোস্টার ছাপানো, সংবাদ সম্মেলন, সংবাদ প্রচার, টক-শো, ডিজিটাল মাধ্যমে প্রচারসহ বিভিন্ন উপায়ে দিবসটি সম্পর্কে জনসাধারণকে অবগত করার পরিকল্পনা। এগুলো শিগগিরই পাঠানো হবে জাতীয় কমিটির কাছে, সেখান থেকে আসবে চূড়ান্ত অনুমতি।

চলচ্চিত্র দিবসের এবারের শ্লোগান ‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’।

প্রচ্ছদ ছবি: সংগৃহীত

সারাবাংলা/পিএ/এএসজি

চলচ্চিত্র দিবস ২০১৯ বিএফডিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর