অভিনয় ছেড়ে দেবেন আমির খান, যদি…
১৬ মার্চ ২০১৯ ১৭:১২ | আপডেট: ১৬ মার্চ ২০১৯ ১৭:১৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক
বলিউডে আমির খান কয়েক দশক কাটিয়ে দিয়েছেন। অভিনয় করেছেন একের পর এক ব্যবসা সফল আর ব্যতিক্রমী ছবিতে। প্রতিটি চলচ্চিত্রে তিনি নিজেকে ভেঙে চুরে নয়া অবতারে হাজির হন। যার ফলে ভক্তরা মনেপ্রাণে বিশ্বাস করে, আমির খান মানেই ভিন্ন কিছু। বলিউডে তার নামও হয়ে গেছে মিস্টার পারফেক্টশনিস্ট।
অভিনয় আমির খানকে বলিউড সুপারস্টার বানিয়েছে। অভিনয়কে তিনি তাই প্রচন্ড রকম ভালোবাসেন। কিন্তু এই বলিউড তারকার আরও একটি ভালোবাসার জায়গা আছে। সেটি হলো চলচ্চিত্র পরিচালনা। যারা আমির খানের খোঁজ খবর রাখেন তারা জেনে থাকবেন, তিনি যৌথভাবে ‘তারে জামিন পার’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন। ছবিটি দেশ বিদেশে প্রশংসার জোয়ারে ভেসেছিল।
তবে তারপর আর তাকে ছবি পরিচালনা করতে দেখা যায়নি। সম্প্রতি তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে এ বিষয়ে মনের আগল খুলেন। বলেন, ‘আমি যেদিন নিজেকে পুরোপুরি পরিচালক মনে করবো, সেদিন থেকে আর অভিনয় করবো না। আমি সিনেমা তৈরির প্রতি আকৃষ্ট। তাই যৌথভাবে “তারে জমিন পার” সিনেমা পরিচালনা করেছি। আমি চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় দুটিই ভালোবাসি। সেকারণে দুটিকেই বিচ্ছিন্ন করে দেখতে পারি না।’
তিনি আরও বলেন, ‘একজন অভিনেতা হিসেবেই আমি আমার কর্মজীবন শুরু করেছি এবং আমি যখনই একজন পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাতা হয়ে উঠব তখন আমি অভিনয় বন্ধ করে দেব।’
এখন মিস্টার পারফেকশনিস্ট কেবল অভিনয়ের দিকে মনোনিবেশ করতে চান। তার মতে, ‘আমি আমার পরিচালক সত্ত্বাকে ধরে রেখেছি, তাই অভিনয় বন্ধ করে দিতে চাই না।’
এসময় তিনি হলিউডের ছবিতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান, কেউ ভালো কোনো সিনেমার প্রস্তাব নিয়ে আসে তাহলে রাজি হয়ে যাবেন। এমনকি জাপান বা আফ্রিকার কোনোও চলচ্চিত্রের প্রস্তাব পেলেও অভিনয় করবেন আমির খান।
সারাবাংলা/আরএসও/পিএম