Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে আলিয়াকে রণবীরের বকেয়া উপহার


১৬ মার্চ ২০১৯ ১৬:২০

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

১৫ মার্চ ছিল আলিয়ার জন্মদিন। সদ্য ২৬-এ পা দিলেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। জন্মদিনের বিশেষ দিনটি ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সঙ্গে কাটিয়েছেন আলিয়া। আর কিছুটা একান্ত সময় কাটিয়েছেন রণবীর কাপুরের সঙ্গে। তােতো কাটাবেনই। মনের মানুষ বলে কথা। কিন্তু জন্মদিনে আলিয়াকে কি উপহার দিলেন রণবীর কাপুর? তা জানতে আগ্রহি মানুষের অভাব নেই।

রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে গাল-গপ্পের কমতি নেই। প্রচার আছে, অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে অফস্ক্রিন সম্পর্ক তৈরি হয় এই জুটির। সে সম্পর্ক এতটাই গাঢ় হয় যে কাপুর পরিবারের সঙ্গে নিউইয়র্কে বছরের শুরুটা সেলিব্রেট করেছিলেন আলিয়া। আবার রণবীরের বাবা ঋষির অসুস্থতার জন্য প্রায়ই নাকি রণবীরের সঙ্গে তিনি নিউইয়র্কেও যান বলে শোনা গিয়েছে।

বলিউড সূত্রের খবর, আলিয়ার জন্মদিনের গিফট হিসেবে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন রণবীর। আমেরিকার কলোরাডোতে মাউন্টেন স্কি রিসর্টে আলিয়াকে নিয়ে নাকি একান্তে সময় কাটানোর পরিকল্পনা করেছেন রণবীর কাপুর।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে আলিয়ার আসন্ন ছবি ‘কলঙ্ক’-এর টিজার। তার প্রচারে আপাতত ব্যস্ত নায়িকা। সেই ব্যস্ততা শেষ হলেই নাকি ছুটিতে যাবেন জুটি।

তারমানে আলিয়ার জন্মদিনে উপহার বকেয়াই থাকছে আপাতত।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম

আলিয়া ভাট উপহার জন্মদিন রণবীর কাপুর

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর