Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের ঘটনার জন্য টাকা দেবেন সালমান!


১৫ মার্চ ২০১৯ ২০:৩৯

সালমান খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউড ভাইজান সালমান খান। তার বিয়ে ও বান্ধবী নিয়ে অনেক রকম গল্প রয়েছে এই সুপারস্টারের। তবে বিয়ে এখনো করা হয়নি তার। নিজে বিয়ে না করলেও বিয়ের একটি ঘটনার জন্য টাকা দেবেন এই সুপারস্টার।

মূলত বিয়ে নিয়ে একটি ঘটনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি প্রোডাকশন, আর সেটি প্রযোজনা করবেন সালমান খান। তাতে অভিনয় করবেন ‘সনু কি টিটু কি সুইটি’ খ্যাত অভিনেত্রী নুসরাত বারুচা।

প্রোডাকশনটির সঙ্গে জড়িত একজন জানিয়েছে, নাম চূড়ান্ত না হওয়া এই প্রোডাকশনটি রোমান্টিক গল্প। বিয়ের ঘটনা নিয়ে গড়ে উঠবে এর কাহিনী। এপ্রিলে শুরু হবে এর শুটিং। এই গল্পের সংলাপ লিখছেন রাজ সান্ধিলে। যিনি নুসরাত ও আয়ুষ্মান খুরানাকে নিয়ে নির্মিতব্য সিনেমা ‘ড্রিম গার্ল’ পরিচালনা করছেন।

সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকেএফ বা সালমান খান ফিল্মস। প্রতিষ্ঠানটি কাজ শুরু হবে ২০১১ সাল থেকে।

সালমান খান এখন ব্যস্ত রয়েছেন ভারত ছবির শুটিংয়ে। এছাড়াও সম্প্রতি সালমান তার ‘দাবাং ৩’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেখানে অভিনয় করবেন সোনাক্ষী সিনহা। এপ্রিলের ১ তারিখ থেকে এর শুটিং শুরু হবে। চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি।

সারাবাংলা/পিএ

প্রযোজক সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর