Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন হেনস্তার কথা প্রকাশ্যে বলবেন না সানা!


১৪ মার্চ ২০১৯ ১২:১৩ | আপডেট: ১৪ মার্চ ২০১৯ ১৫:২৫

এন্টারটেইনমেন্ট  ডেস্ক ।।

কিছুদিন হলো বলিউডে ঝড়ের  মতো করেই শুরু হয়েছে #মিটু মুভমেন্ট। শুরুটা করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর একে একে অনেক অভিনেত্রীই নিজেদের যৌন হেনস্থার কথা প্রকাশ করেছেন। কিন্তু তাদের সেই দলে নাম লেখাতে রাজি নন বলিউডের হালের ক্রেজ ফাতিমা সানা শেখ। কারণ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে বলতে একেবারেই রাজি নন এই অভিনেত্রী।


আরও পড়ুন :  বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হলো মঞ্চনাটক ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’


সম্প্রতি এক সাক্ষাতকারে ফতিমা বলেন, ‘আমি আমার জীবনের এই দিকটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে চাইনা। শুধুমাত্র যারা খুব কাছের তাদেরকেই বলতে পারি। কারণ যারা নিজেদের হেনস্থার কথা প্রকাশ্যে বলেছেন তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মানুষের আলোচনায় বিচার শুরু হয়েছে। আমি চাই না, আমাকেও সবাই এভাবে বিচার করুক ।’

তবে ফাতিমা মনে করেন, অনেকে যৌন হেনস্থার কথা প্রকাশ্যে বলায়, লাভই হয়েছে। কারণ যারা মেয়েদের হেনস্থা করতেন, ক্ষমতার অপব্যাবহার করতেন, তারা এখন সতর্ক হয়ে গেছে। সবার সামনে মুখোশ খুলে যাওয়ার ভয়ে এ ধরণের অপরাধ অনেকটা কমেছে বলেও মনে করেন বলিউডের এই অভিনেত্রী।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  রবার্ট ব্রাউনিংয়ের কবিতা নিয়ে শর্টফিল্ম


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

#মিটু তনুশ্রী দত্ত ফাতিমা সানা শেখ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর