Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের জুটি বাঁধছেন অঙ্কুশ-নুসরাত ফারিয়া


১৩ মার্চ ২০১৯ ১৫:৪৬ | আপডেট: ১৩ মার্চ ২০১৯ ১৬:০৪

অঙ্কুশ ও নুসরাত ফারিয়া

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

এর আগে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ। একটি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’, অন্যটি ‘আশিকী’। দুটিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছিলেন যথাক্রমে মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়া।


আরও পড়ুন :  একযোগে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষণা


তবে এবার যৌথ প্রযোজনা নয়। বাংলাদেশের একক প্রযোজনার ছবিতে অভিনয় করবেন অঙ্কুশ। আর তার বিপরীতে থাকতে পারেন দেশের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। এরইমধ্যে কলকাতায় অঙ্কুশের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান দেখা করেছেন। সেরে ফেলেছেন প্রাথমিক কথাবার্তা।

বাঁ থেকে সেলিম খান, অঙ্কুশ ও উত্তম আকাশ। ছবি: ফেসবুক

সেলিম খান সারাবাংলাকে বলেন, ‘আমাদের পরবর্তী ছবিতে অঙ্কুশের অভিনয় করার বিষয়টি নিশ্চিত। অঙ্কুশ ছবি করতে রাজি হয়েছেন। এ বছরই ছবির কাজ শুরু করে দেয়ার পরিকল্পনা আছে। অঙ্কুশ এখন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সাথে চুক্তিবদ্ধ আছেন। তারা অনাপত্তিপত্র দিলেই অঙ্কুশ শিডিউল দেবেন।’

ছবিটি পরিচালনা করতে পারেন বাবা যাদব। সেলিম খান বলেন, ‘নায়িকা হিসেবে নুসরাত ফারিয়া ও পরিচালক হিসেবে বাবা যাদবকে নেয়ার কথা ভাবছি। আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে।’

জানা গেছে, আগামী এপ্রিলে আয়োজন করা হবে ছবির মহরত।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

.   ‘চারুনীড়ম কাহিনীচিত্র উৎসব’ ৩১ মার্চ

.   ‘শাহেনশাহ’র আগমন আবারও পেছালো

.   #মিটু নিয়ে ছবি বানিয়ে বিপাকে প্রযোজক

.   মীরা: নতুন নৃত্যনাট্যে নৃত্যাঞ্চল


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

বিজ্ঞাপন

অঙ্কুশ নুসরাত ফারিয়া বাবা যাদব সেলিম খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর