‘আন্ধাধুন’ হয়ে গেলো ‘পিয়ানো প্লেয়ার’
১২ মার্চ ২০১৯ ১৫:২৩ | আপডেট: ১২ মার্চ ২০১৯ ১৫:৫০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
গত বছর বলিউড বক্স অফিসের হিসেব নিকেশ পাল্টে দিয়েছিল ‘আন্ধাধুন’। মাত্র ৩২ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছিল ১১১ কোটি রুপি। শ্রীমান রাঘবন পরিচালিত ছবিতে জুটি বেঁধেছিলেন আয়ুষ্মান খুরানা ও টাবু। এছাড়া অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে।
বলিউডে জমজমাট ব্যবসা করার জেরে এবার চীনে মুক্তি পাচ্ছে ছবিটি। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের। তবে কবে ছবিটি মুক্তি পাবে সেটা জানাতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম ১৮ মোশন পিকচার্স।
আরও পড়ুন : আমেরিকার রাস্তায় অসুস্থ ঋষি
এদিকে জানা গেছে, ‘আন্ধাধুন’ নয়, ‘পিয়ানো প্লেয়ার’ নামে ছবিটি মুক্তি পাচ্ছে চীনে। মূলত চীনের মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে নাম বদল করা হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এই প্রথম পরিচালক শ্রীরাম রাঘবনের কোনো ছবি চীনে মুক্তি পেতে যাচ্ছে। সেজন্য বেশ উচ্ছ্বসিত তিনি। সংবাদ মাধ্যমকে রাঘবন বলেন, ‘আমি খুবই উৎসাহী যে, চীনে মুক্তি পাবে এই সিনেমাটি। দশ বছর আগে যখন আমি চীনে গিয়েছিলাম আমি বেইজিং-এর একটি ক্যাফেতে গিয়ে দেখেছিলাম সেখানে টিভিতে নাসির হুসেনের সিনেমা চলছে। এবার আমার সিনেমা চীনে মুক্তি পাবে, যার জন্য আমি খুব আনন্দিত। চীনের দর্শকেরা কী আভাস দেন এখন সেটাই দেখার পালা।’
‘আন্ধাধুন’ একটি থ্রিলারধর্মী গল্পের ছবি। এই প্রথমবারের মতো চীনের সিনেমা হলে কোনো থ্রিলার ছবি মুক্তি পেতে যাচ্ছে।
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন :
. গানের প্রচারে ‘গুজব’!
. সাইফ আলী খানকে আদালতে তলব
. ঐশীর ভয়!
আরও দেখুন :
জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ