ঐশীর ভয়!
১২ মার্চ ২০১৯ ১৩:২৫ | আপডেট: ১২ মার্চ ২০১৯ ১৬:০৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মুকুট জয় করে পাদপ্রদীপের আলোয় আসেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তারপর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানেও বেশ ভালো ফল করেন। চূড়ান্ত পর্যায়ে ঐশী যেতে না পারলেও তিনি প্রশংসিত হয়েছিলেন। তার বাচনভঙ্গী, বুদ্ধিমত্তা সবকিছু দিয়ে নজর কেড়েছেন সেখানকার বিচারকদের।
এবার এই সম্ভানাময়ী সুন্দরীর অভিষেক ঘটছে চলচ্চিত্রে। ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালী মঞ্চে পা রাখতে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন : ছোট পর্দায় নতুন ধারাবাহিক ‘গোল্ডেন ভাই’
খুব অল্প সময়েই চলচ্চিত্রে অভিষেক। কেমন লাগছে ঐশীর? প্রশ্ন শুনে ঐশী স্মিত হাসলেন। তারপর বললেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ সবসময়ের জন্য সুখকর। আমার ভালো লাগছে পরিচালক আমাকে তার সিনেমায় নিয়েছেন। আমার চেষ্টা থাকবে সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার।’
কথায় ফাঁকে নিজের চরিত্রের ঘাড়েও নিশ্বাস ফেললেন। জানালেন, ‘আমি এই ছবিতে একজন আত্মনির্ভরশীল কর্মজীবি নারীর চরিত্রে অভিনয় করব। সত্যি বলতে আমি সেভাবে অভিনয় জানি না। তাই ভীষণ চিন্তায় আছি। যদিও আমি এরইমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছি।’
‘মিশন এক্সট্রিম’ ছবিতে ঐশী অভিনয় করবেন আরিফিন শুভর বিপরীতে। ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতার বিপরীতে অভিনয় করা ভয়ের বলে মনে করেন ঐশী। ভয়ের কারণও তিনি খোলাসা করেন। বলেন, ‘আরিফিন শুভ অত্যন্ত বড় মাপেরে একজন অভিনেতা। তার বিপরীতে অভিনয় করা সাহসের ব্যাপার। আমার অভিনয়ের অভিজ্ঞতা নেই। আরিফিন শুভর সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করাটাই এখন আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জে। তবে শুনেছি তিনি খুব হেল্পফুল। নিশ্চয়ই তিনি নতুন হিসেবে আমার সঙ্গে মানিয়ে নিবেন।’
তবে কবে নাগাদ ছবির শুটিংয়ে অংশগ্রহণ করবেন সেটি নিশ্চিত করে জানাতে পারেননি ঐশী। শুটিং শিডিউল দেয়ার পর জানা যাবে বিস্তারিত।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন : শিল্পী মুস্তাফা মনোয়ার পাচ্ছেন ‘সুলতান পদক ২০১৮’
আরও দেখুন :
জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ