সৃজিতের ছবিতে নোবেলের প্রথম প্লেব্যাক
১১ মার্চ ২০১৯ ০৩:০০ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৩:০৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
কলকাতার ‘সা রে গা মা পা’- তে একজন শক্তিশালী প্রতিযোগী বাংলাদেশের নোবেল। গানের এই রিয়ালিটি শো তে অংশ নিয়ে কলকাতাসহ বাংলাদেশেও তিনি এখন প্রচণ্ড জনপ্রিয়। নোবেলের কণ্ঠের প্রশংসা করছেন কলকাতার জনপ্রিয় সব সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পীরা।
এই প্রশংসার রেশ কাটতে না কাটতেই সিনেমার গানে কণ্ঠ দিলেন বাংলাদেশের নোবেল। তাও আবার কলকাতার ছবিতে। সৃজিত মুখার্জি পরিচালিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ভিঞ্চি দ্য’ সিনেমার জন্য কণ্ঠ দিয়েছেন নোবেল। ‘তোমার মনের ভেতর’ শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন অনুপম রায়।
আরও পড়ুন : শেষ হলো প্রিয়াঙ্কার ছবির শুটিং
গানটিতে কণ্ঠ দেয়া শেষ করে নোবেল বলেন, ‘অতঃপর শেষ হয়েছে গানটির রেকর্ডিং! আগামী ৩১শে মার্চ রিলিজ হচ্ছে গানটি। আমার জীবনের প্রথম প্লেব্যাক।’
তিনি আরো জানান, টলিউডের সবচেয়ে বড় প্রোডাকশন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস- এর ব্যানারে, এ বছরের সবচেয়ে থ্রিলিং ‘ভিঞ্চি দা’ সিনেমার একটি অন্যতম গান হতে যাচ্ছে এটি। এরই মধ্যে ছবিটির ট্রেলর প্রকাশ হয়েছে অনলাইনে।
সারাবাংলা/পিএ/জেএইচ
আরও পড়ুন : বঙ্গবন্ধুকে নিয়ে অলিভার স্টোনের ‘ফাদার অব দ্য নেশন’
আরও দেখুন :
জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ