জয়ার চাওয়া ‘নারী দিবস হোক প্রতিদিন’
৮ মার্চ ২০১৯ ১৭:১৩ | আপডেট: ৮ মার্চ ২০১৯ ১৭:৩৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার সিনেমাতেও তিনি হয়ে উঠেছেন অপ্রতিদ্বন্দ্বী। এই সুনাম-খ্যাতি-যশ তিনি অর্জন করেছেন বিভিন্ন নারী চরিত্রে অভিনয় করে। নারী জীবনের বিভিন্ন ঘটনা, হতাশা, প্রতিবন্ধকতা পর্দায় তুলে ধরার মাধ্যমে জয়া এখন সফল।
শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে তাই তিনি স্মরণ করলেন তার অভিনীত সেই সব চরিত্রগুলোকে, যেসব চরিত্রে তিনি অভিনয় করে এগিয়ে গেছেন পর্দার বাইরের জীবনে। একই সঙ্গে তিনি শ্রদ্ধা জানিয়েছেন সকল নারীকে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন- নারী দিবস হোক প্রতিদিন, নারী শক্তির জয় হোক সার্বজনীন।
জয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন–
‘রানু, পদ্মা, সরোজিনী, মৃন্ময়ী দেবী, মিস সেন, বৃষ্টি- প্রতিটি চরিত্র একেকটি প্রতীক; নারীর ক্ষমতায়নের, নারী জাগরণের।
অভিনেত্রী মানেই তো এক জীবনে বহু জীবন যাপন। আর একজন অভিনেত্রী হিসেবে আমি সমৃদ্ধ, সম্মানিত, কৃতজ্ঞ বিগত এক বছর এই শক্তিশালী নারী চরিত্রগুলোর মাঝে বিরাজ করতে পেরে।
নারী দিবস হোক প্রতিদিন, নারী শক্তির জয় হোক সার্বজনীন।
সকল নারীদের শুভেচ্ছা।’
কলকাতায় জয়া এখন ব্যস্ত ‘বিনি সুতোয়’ ছবির কাজে। এই ছবির একটি গানে কণ্ঠও দেবেন তিনি। অন্যদিকে, তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘ফুড়ুৎ’। এখন চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। শিগগিরই ছবির বিস্তারিত জানাবেন জয়া।
সারাবাংলা/পিএ