Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্টসেলের নতুন গান ‘সংশয়’


৮ মার্চ ২০১৯ ১২:৫৪

আর্টসেল ব্যান্ডের সদস্যরা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল শেষ দল হিসেবে মাতিয়েছে ‘জয় বাংলা কনসার্ট’। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে শেষ হয় তাদের পরিবেশনা। মঞ্চে নতুন এক খবর দেয় ব্যান্ডের বেজ গিটারিস্ট সেজান।

সেজান তাদের পরিবেশনার মধ্যে বলেন, ‘অনেকদিন ধরেই বলছি যে আর্টসেলের অ্যালবাম আসছে। কিন্তু নতুন কোনো গান দিতে পারছিলাম না। এবার সেই কাজটি করতে পেরেছি আমরা। চাইলে এখনই ‘‘গান’’  অ্যাপের মাধ্যমে ‘‘সংশয়’’  শিরোনামের গানটি শুনতে পারবেন শ্রোতারা।’

ব্যান্ডের বেজ গিটারিস্ট সেজান এবং ড্রামার সাজু মিলে তৈরি করেছেন গানের অ্যাপ ‘গান’। দেশের বিভিন্ন ব্যান্ডের অনুমতি নিয়েই তাদের গান সংরক্ষণ করা হয়েছে এই অ্যাপে। আর্টসেলের নতুন গানটি কোনো খরচ ছাড়াই ‘গান’ অ্যাপ থেকে শুনতে পারবেন শ্রোতারা। আর ‘সংশয়’ গানটি থাকবে আর্টসেলের নতুন অ্যালবামে।

আর্টসেলের শেষ গান প্রকাশ হয় দুই বছর আগে। গানের শিরোনাম ‘অবিমিশ্রতা’। আর্টসেল এখন নতুন লাইন-আপ নিয়ে স্টেজ শো করছে। এখন ব্যান্ডে আছেন ভোকাল ও গিটারে লিঙ্কন, লিড গিটারে ফয়সাল, বেজ গিটারে সেজান এবং ড্রামসে সাজু। ব্যান্ডে নতুন যুক্ত হয়েছেন লিড গিটারিস্ট ফয়সাল।

সারাবাংলা/পিএ

আর্টসেল গান ব্যান্ড সংশয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর