অস্কার নমিনেশন ঘোষক প্রিয়াঙ্কা চোপড়া!
২১ জানুয়ারি ২০১৮ ১৩:২৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৬:৪৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক
অস্কারে বলিউড অভিনেতা অভিনেত্রীদের যাওয়া আসা নতুন নয়। আর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তো এখন নিয়মিতই হয়ে গেছেন অস্কারে। গত বছরেও বলিউডের এই আন্তর্জাতিক আইকন ছিলেন অস্কার আয়োজনে।
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্য়াওয়ার্ড আসরে এবার আরো বড় পরিসরে হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা। ৯০তম আয়োজনের নমিনশেন ঘোষকদের মধ্যে দেখা যাবে তাকেও।
সম্প্রতি একাডেমি অ্য়াওয়ার্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে অস্কার কমিটি। সেখানে প্রিয়াঙ্কাকে দেখা গেছে সিলভার রংয়ের পোশাকে। ‘বিহাইন্ড দ্য সিন’ ক্যাপশনে পোস্ট করা হয়েছে ছবিগুলো। মূল ভিডিওটি দেখতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার (২৩ জানুয়ারি) পর্যন্ত।
প্রিয়াংকার সঙ্গে একাডেমি আরো তিন জনের ছবি পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই তালিকায় আছেন রোজারিও ডওসন, মাইকেল রদ্রিগেজ এবং রেবেল ইউলমন।
মনোনীতদের নাম ঘোষণার নতুন এই পদ্ধতি গত বছরেই শুরু করেছে অস্কার কমিটি। পরিচিত চরিত্রগুলোর ডামি বানিয়ে, ছোট্ট ঘটনার মাধ্যমে ঘোষণা করা হবে মনোনয়নপ্রাপ্তদের নাম।
সারাবাংলা/পিএ/ পিএম