Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হয়েছে ‘জয় বাংলা কনসার্ট’


৭ মার্চ ২০১৯ ১৫:৩৯ | আপডেট: ৭ মার্চ ২০১৯ ১৬:০৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

চলছে অগ্নিঝরা মার্চ মাস। এ মাসেই সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন ৭ মার্চের ভাষণ। এ মাসের ২৬ মার্চ তিনি দিয়ে গেছেন স্বাধীনতার ঘোষণা। তাই মার্চ মাসটি বাঙালির কাছে গৌরবময় ইতিহাসের মাস।

নতুন প্রজন্ম এই মাসকে স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছে গানে গানে। তাই ৭ মার্চ আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট’। এরইমধ্যে শুরু হয়ে গেছে কনসার্ট।

এতে অংশ নেবে আর্টসেল, চিরকুট, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, বে অব বেঙ্গল, শূন্য ও আরবোভাইরাস ব্যান্ড। তারা নিজেদের গানসহ গাইবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। এছাড়াও আয়োজনে দেখানো হবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের ইতিহাস। প্রতিবছর কনসার্টটি আয়োজন করে সিআরআই ইয়ং বাংলা।

‘জয় বাংলা কনসার্ট’- এ প্রথমেই মঞ্চে পরিবেশন করতে ওঠে ব্যান্ড দল বে অব বেঙ্গল। তারা প্রথমবারের মতো অংশ গ্রহণ করছে এই কনসার্টে। ব্যান্ডটি শুরু করে ‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গান দিয়ে।

রাজধানির আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। সারাবাংলা ডট নেট এবং সারাবাংলার ফেসবুক পেজে সরাসরি দেখা যাচ্ছে জয় বাংলা কনসার্ট

সারাবাংলা/পিএ

জয় বাংলা কনসার্ট ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর