নেটফ্লিক্সে আসছে ‘নিঃসঙ্গতার একশ বছর’
৭ মার্চ ২০১৯ ১৩:৫৫ | আপডেট: ৭ মার্চ ২০১৯ ১৪:১৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
নেটফ্লিক্সে আসছে সাহিত্যে নোবেল বিজয়ী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিখ্যাত উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড’, বাংলায় ‘নিঃসঙ্গতার একশ বছর’। ১৯৬৭ সালে প্রকাশিত এই উপন্যাসটি প্রথমবারের মতো দেখা যাবে টেলিভিশন পর্দায়। বুধবার (৬ মার্চ) মার্কেজের জন্মদিনে এই উপন্যাস থেকে টিভি সিরিজ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।
‘নিঃসঙ্গতার একশ বছর’ সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন মার্কেজের ছেলে রদ্রিগো গার্সিয়া এবং গঞ্জালো গার্সিয়া। লেখকের পুত্রদ্বয় বলেছেন, ‘বাবা বেঁচে থাকতে অনেক প্রস্তাব পেয়েছেন। সবাইকেই বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ একটিমাত্র সিনেমায় নিঃসঙ্গতার একশ বছরকে দেখানো সম্ভব নয় বলে বিশ্বাস করতেন তিনি। এজন্য আমরা সিরিজ নির্মাণের প্রস্তাবে রাজি হয়েছি।’
নিঃসঙ্গতার একশ বছর স্প্যানিশ ভাষাতেই নির্মাণ করা হবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।
মার্কেজ পুত্র রদ্রিগো গার্সিয়া বলেছেন, ‘শেষ কয়েক বছরে সিরিজগুলোর জনপ্রিয়তা বেড়েছে। এরসঙ্গে যুক্ত হয়েছে বাড়তি সম্মানও। এ জন্যই মার্কেজ পরিবারের পক্ষ থেকে নিঃসঙ্গতার একশ বছরকে পর্দায় আনবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি বইয়ের স্বাদ সিনেমায় কমবে না।’
নেটফ্লিক্সের স্প্যানিশ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো র্যামোস বলেছেন, ‘আমরা অনেকদিন থেকেই বইটির স্বত্ব কেনার চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত মার্কেজ পরিবারকে রাজি করাতে পেরেছি। ‘নার্কোস’-এর মতো সিরিজ এবং ‘রোমা’ ছবির সাফল্যের সূত্র ধরেই সিদ্ধান্তটি দিয়েছেন তারা। আশাকরছি স্প্যানিশ ভাষায় সারা পৃথিবীতে আমরা সিরিজটিকে ছড়িয়ে দিতে পারব।’
উল্লেখ্য, মার্কেজের লেখা ‘নিঃসঙ্গতার একশ বছর’ বাংলাদেশেও দারুণ জনপ্রিয়। বাংলা ভাষায় বিভিন্ন সময়ে জি এইচ হাবীবসহ বেশ কয়েকজন অনুবাদক জাদুবাস্তবধর্মী এই বইটি অনুবাদ করেছেন।
সারাবাংলা/টিএস/পিএ/পিএম