চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অরুন্ধতী রায়!
৬ মার্চ ২০১৯ ১৫:১৫ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ১৫:৩৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
অরুন্ধতী রায়। বিশ্বব্যাপী তার পরিচিতি একজন লেখক, প্রাবন্ধিক, মানবাধিকার ও পরিবেশ আন্দোলনকর্মী হিসেবে। এর বাইরে স্পষ্টবাদী হিসেবেও তার পরিচিতি আছে। আর তার এই স্পষ্টবাদিতার কারণে প্রায়শই তাকে নানা বাঁধা-বিপত্তির মুখে পড়তে হয়।
অরুন্ধতী রায়ের এত সব পরিচয়ের ভিড়ে একটি পরিচয় অনেকটা ঝাপসা হয়ে যাচ্ছে। আর তা হলো অরুন্ধতী রায় অভিনয়ও করেছিলেন। ১৯৮৪ সালে চিত্রনির্মাতা প্রদীপ কৃষাণের সাথে পরিচয় হয় অরুন্ধতীর। সেসময় নিজের নির্মিত একটি চলচ্চিত্রে অরুন্ধতীকে একটি চরিত্র দেন প্রদীপ। ‘ম্যাসেই সাহিব’ নামের সেই ছবিটি বেশ কিছু পুরস্কারও পায়।
পরবর্তীতে অরুন্ধতী আর প্রদীপ কৃষাণ বিয়েও করেছিলেন। তাদের মিলিত প্রচেষ্টায় ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে একটি টিভি সিরিজ, ‘ইন হুয়িচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ (১৯৮৯) ও ‘ইলেকট্রিক মুন’ (১৯৯২) নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। ২০০৩ সালে ‘আপকো প্যাহলে ভি কাহি দেখা হ্যায়’ ছবিতে অভিনয় করেন তিনি। প্রথমটির জন্যে সেরা চিত্রনাট্যকার হিসেবে জাতীয় পুরস্কার পান অরুন্ধতী।
দৃকের আয়োজনে ‘ছবি মেলা’য় ৫ মার্চ ‘আটমোস এভরিথিং’ শিরোনামের একটি আলোচনায় অংশ নেন অরুন্ধতী রায়।
সারাবাংলা/পিএম/পিএ
আরও পড়ুন :
. বাংলা একাডেমিতে দুই দিনের গান উৎসব
. নারী দিবসে আসছে নারী সুপারহিরোর ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’
. প্রকাশ্যে এলো গেম অফ থ্রোন্সের ট্রেলার
. ছোটবেলার ছবি দিয়ে জাহ্নবীকে জন্মদিনের শুভেচ্ছা
. নারী দিবসে পূজা’র বিজয়িনী
আরও দেখুন :
জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ