Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রযোজনা প্রতিষ্ঠান খুলছেন আলিয়া


৫ মার্চ ২০১৯ ২০:০০ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ২০:০৩

আলিয়া ভাট

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট পর্দার মতো বাস্তবেও অভিনয়টা ভালোই করেছেন। প্রথমে তিনি জানিয়েছিলেন নতুন বাড়ি কিনছেন তিনি। পরে কিনেও ফেললেন।

আলিয়া আর রণবীর কাপুরকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এমতাবস্থায় বাড়ি কেনার ঘটনা আরও জমিয়ে দেয় তাদের প্রেমের গুঞ্জন। ধরেই নেয়া হয়েছিল এই বাড়ি তিনি কিনেছেন বিয়ের পর থাকার জন্য।


আরও পড়ুন :  ভাইয়ের জন্মদিনে আবেগি সারা


আর ধারণা করবেই বা না কেন? আলিয়া খুব বড় গলায় বলেছিলেন, ‘আমি আমার পরিবার থেকে দূড়ে যাচ্ছি না। কিন্তু আমার নিজস্ব কিছু বিষয় আছে। আমি এই ঘর আমার মতো করে সাজাতে চাই।’ এই রকম কথা শুনে ধারণা হতেই পারে যে ‘ভালোবাসার ঘর’- এর কথাই বলছেন আলিয়া।

অভিনয়টা শেষ করে যখন তিনি বাস্তবে ফিরলেন তখন জানালেন, এসব কিছু না। আলিয়া নতুন ঘর কিনেছেন অফিস খোলার জন্য। আর সেটা হলো প্রযোজনা প্রতিষ্ঠানের অফিস। এই প্রতিষ্ঠানের নাম ‘ইটার্নাল সানশাইন প্রোডাকশনস’। কবে থেকে এই প্রতিষ্ঠান চালু হবে? কোনটি হবে আলিয়া প্রযোজিত প্রথম কিছু? তা এখনো চূড়ান্ত না।

তবে তিনি জানিয়েছেন আলিয়া সেই ধরনের সিনেমাই প্রযোজনা করবেন যেই ধরনের ছবি তিনি পছন্দ করেন।

সারাবাংলা/পিএ/এএসজি


আরও পড়ুন :

.   বিয়ের জন্য ‘বিরাট’ কাণ্ড!

.   ‘যদি একদিন’ আসতে পারতাম!

.   টেম্পেয়ার ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য লাস্ট পোস্ট অফিস’

.   মার্কিন অভিনেতা লুক পেরির মৃত্যু


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

আলিয়া ভাট প্রযোজনা প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর