ছবির প্রচারে মাইক নিয়ে মাঠে
৫ মার্চ ২০১৯ ২০:০২ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ২০:০৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
একটা সময়ে সিনেমার প্রচারের অন্যতম অনুসঙ্গ ছিল মাইকিং। মাইকিং করে জানান দেয়া হতো কোন ছবি কবে থেকে কোথায় কোথায় দেখতে পাবেন দর্শক। তবে সময়ের পরিক্রমায় ছবির প্রচারণায় মাইকিং আর খুব একটা দেখা যায়না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের এই যুগে আবারও সেই মাইকিং মাধ্যমে ফিরে গেলেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং গায়ক-নায়ক তাহসান। ‘যদি একদিন’ ছবির প্রচারে অভিনবত্ব আনতে মাইকিং করলেন তারা। মঙ্গলবার (৫ মার্চ) বিকালে রিক্সায় মাইক নিয়ে রাজধানীতে প্রচারণায় নামের তারা।
আরও পড়ুন : প্রযোজনা প্রতিষ্ঠান খুলছেন আলিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সহ বিশ্ববিদ্যালয় এলাকায় এই প্রচারণা চালানো হয়।
এ সময় তাহসানের কণ্ঠে শোনা যায় ছবির প্রচারের সেই পরিচিত ঢং, ‘হা ভাই, হা ভাই, আসছে ৮ মার্চ আপনার পাশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে যদি একদিন।’
মাইকিং ছাড়াও যদি একদিন ছবির অন্যান্য প্রচারেও দেখা যাচ্ছে তাহসানকে। পোস্টার লাগানো, বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার দেয়াসহ বিভিন্ন কাজে অংশ নিচ্ছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন আহমেদ, কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তীসহ অনেকে।
‘যদি একদিন’ মুক্তি পাবে ৮ মার্চ বিশ্ব নারী দিবসে। প্রথম সপ্তাহে দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে ছবিটি। পরে দর্শকের চাহিদা অনুযায়ী বাড়ানো হবে হলের সংখ্যা।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. ভাইয়ের জন্মদিনে আবেগি সারা
. বিয়ের জন্য ‘বিরাট’ কাণ্ড!
. ‘যদি একদিন’ আসতে পারতাম!
. টেম্পেয়ার ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য লাস্ট পোস্ট অফিস’
. মার্কিন অভিনেতা লুক পেরির মৃত্যু
আরও দেখুন :
জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ
তাসকিন আহমেদ তাহসান প্রচারণা মাইকিং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ যদি একদিন শ্রাবন্তী